আরাফাত সানিকে নিয়ে দ্বিধায় থাকলেও তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে কোন শঙ্কাই ছিল না। কিন্তু অবৈধ বোলিং অ্যাকশনের কারণ দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশের এই দুই বোলারকে। এই টি-টুয়েন্টি বিশ্বকাপে আর খেলা হচ্ছে না তাদের। তাইতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের বদলি হিসেবে দলে নিয়েছে সাকলাইন সজীব ও শুভাগত হোম চৌধুরীকে।
ঘরোয়া ক্রিকেটে ভাল খেলার পুরস্কার পেলেন সজীব। ঘরোয়া ক্রিকেটে ৩২টি টি-টুয়েন্টিতে ৩৪টি উইকেট নিয়েছেন সজীব। তার সেরা বোলিং ২৮ রানে ৪ উইকেট। তিনি আছেন সানির জায়গায়।
আবার তাসকিনের জায়গায় একজন ব্যাটসম্যান নিয়েছে বিসিবি। খেলবেন শুভাগত হোম।
শনিবার আরাফাত সানি ও তাসকিন আহমেদকে বোলিংয়ে সাময়িক নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
গত ৯ মার্চ টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে সানি ও তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন মাঠের দুই আম্পায়ার। তারপর চেন্নাই পরীক্ষা দিয়েও পাশ করতে পারলেন না দু’জন।
Discussion about this post