টি-টুয়েন্টি ক্রিকেটে ১৩৩ রান মোটেও বড় পুঁজি আহামরি কিছু নয়। কিন্তু প্রতিপক্ষ যখন সংযুক্ত আরব আমিরাত তখন বাংলাদেশ হাল ছাড়ে কী করে। শুক্রবার বোলারদের দাপটে অনেকটা অনায়াসে মধ্যপ্রাচ্যের দেশটিকে হারাল টাইগাররা। ৫১ রানের বড় জয়ে এশিয়া কাপের ফাইনালে উঠার লড়াইয়ে টিকে থাকল মাশরাফি বিন মর্তুজার দল।
মিরপুরের সন্ধ্যায় টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ১৩৩ রান। এরপর জবাব দিতে নেমে ১৭.৪ ওভারে ৮২ রানে অলআউট হয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। একপেশে হয়ে যায় লড়াই।
আমিরাতের ব্যাটসম্যানদের শুরু থেকেই চাপে রাখে টাইগাররা। তারা অবশ্য ব্যাট করতেও তেমন জানে না! তাদের শাসন করে বাংলাদেশের পক্ষে ম্যাশ, মুস্তাফিজ ও রিয়াদ নেন দুটি করে উইকেট। একইসঙ্গে আল-আমিন, সাকিব আল হাসান ও তাসকিন নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে বোলিং নেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ।
এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪৫ রানে হারের সেই একাদশ থেকে ইমরুল কায়েসকে সরিয়ে নুরুল হাসান সোহানকে মাঠে নামায়।
১৪ বলে ২১ রান তুলে মোহাম্মদ শাহজাদের বলে মিড অনে আমজাদ জাভেদের হাতে ধরা পড়েন সৌম্ সরকার। সাব্বির ১২ বলে মাত্র ৬ রান। মোহাম্মদ মিথুন ৪০ বলে ৪৭ রানে ফিরে গেলে চাপে পড়ে যায় টাইগাররা। মুশফিক (৪) ফিরতে পারেন নি চেনা ছন্দে।
১৩ বলে ১৩ রানে আউট সাকিব। মাহমুদুল্লাহ ২৭ বলে ৩৬ রান। তাতেই দল করে ১৩৩ রান।
Discussion about this post