অনায়াস জয় দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করল বিরাট কোহলির ভারত। বুধবার হারারেতে প্রথম ওয়ানডেতে তারা জিম্বাবুয়েকে হারিয়েছে ৬ উইকেট। ফলে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে থাকল বিশ্ব চ্যাম্পিয়নরা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করেছিল জিম্বাবুয়ে। ভুসি সিবান্দা-সিকান্দার রাজার উদ্বোধনী জুটিতে আসে ৭২ রান। কিন্তু এরপর দ্রুত উইকেট পড়তে থাকে স্বাগতিকদের। সিবান্দাকে ৩৪ ফিরিয়ে দেন স্পিনার অমিত মিশ্র। এরপর উইলিয়ামস (১৫), মাসাকাদজা (১১), অধিনায়ক টেলর (১২), ওয়ালার (২) একে একে ফিরে গেলেও সিকান্দার রাজা এক প্রান্ত ধরে রাখেন। শুধু কি ধরে রাখেন? সঙ্গে রানের চাকাও সচল রাখেন এ ওপেনার। চতুর্থ ওয়ানডে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরিটা পেয়ে যান তিনি। ৮২ রানে তাকে ফেরান অমিত মিশ্র। শেষদিকে চিগুম্বুরা টি-টুয়েন্টি স্টাইলে ৩৪ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। তাতেই জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ২২৮।
জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা ভারতের শুরু তেমন ভালো ছিল না। ৫৭ রানে ২ উইকেট পড়ে যায় সফরকারীদের। ১৭ রান করে শিখর ধাওয়ান এবং ২০ রানে ফিরে যেতে হয় রোহিত শর্মাকে। কিন্তু এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ভারতকে। অধিনায়ক বিরাট কোহলি-আম্বাতি রাইডু তৃতীয় উইকেট জুটি জিম্বাবুয়ে বোলারদের ওপর দারুণ চড়াও হয়ে খেলতে থাকেন। ১৫৯ রান আসে এ জুটিতে। ১০২ বলে ক্যারিয়ারের ১৫ নম্বর ওয়ানডে সেঞ্চুরিটা পূরণ করেন কোহলি। তার এ ইনিংসে ছিল ১৩ চার ও ১ ছক্কার মার। সেঞ্চুরি করার পর অবশ্য বেশিদূর যেতে পারেননি এ প্রতিভাবান ব্যাটসম্যান। ১১৫ রানে উতসেয়ার বলে ফিরে যেতে হয় তাকে। কিন্তু ততক্ষণে জয়ের কাছে পৌঁছে গেছে ভারত। শেষ পর্যন্ত ৪৪.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কোহলি বাহিনী। রাইডু ৬৩ রানে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে : ২২৮/৭, ৫০ ওভার (সিবান্দা ৩৪, সিকান্দার ৮২, চিগুম্বুরা ৪৩*; অমিত মিশ্র ৩/৪৩, রায়না ১/২)।
ভারত : ২৩০/৪, ৪৪.৫ ওভার (রোহিত ২০, কোহলি ১১৫, রাইডু ৬৩*; উতসেয়া ২/৩৪)।
ফল : ভারত ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : বিরাট কোহলি।
Discussion about this post