দিন বদলে গেছে। এখন আর আন্ডারডগ হয়ে মাঠে নামে না বাংলাদেশ। জয়ের লক্ষ্য ঠিক করেই লড়াইয়ে থাকে মাশরাফি বিন মর্তুজার দল। এইতো বুধবার সন্ধ্যায় এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে জিততেই মাঠে নামবে বাংলাদেশ।
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মঙ্গলবার জানিয়ে দিলেন, ‘দেখুন, ভারতের ব্যাটিং বিশ্বসেরা। এ নিয়ে বেশি কিছু বলার নেই। অবশ্য আমরা এসব নিয়ে ভাবছিনা। টি-টুয়েন্টি এমন একটা খেলা, যে কোনদিন যে কোন কিছুই সম্ভব। শুধু দিনটা আমাদের হলেই হলো।’
ম্যাচটা যেহেতু ভারতের বিপক্ষে তাইতো আলোচনায় থাকছেন পেসার মুস্তাফিজুর রহমান। এনিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আসলে মুস্তাফিজ মাঠে যে সময়টুকু খেলে, তখন কেবল খেলা নিয়ে চিন্তা করে। কিন্তু খেলা শেষ হওয়ার পর এসব নিয়ে মোটেও ভাবেনা। কে কি বলল, এ নিয়ে কোন মাথা ব্যাথা নেই তার।’
আবার ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিও জানালেন মুস্তাফিজকে নিয়ে সতর্ক তারা। কেননা, এই পেসারের ‘কাটার’ এখনো রহস্য হয়েই আছে।
দলে তামিম দলে নেই। তার বদলে একাদশে কে থাকবেন? এনিয়ে মাশরাফি জানালেন, ‘আসলে তামিম না থাকাটা আমাদের জন্য দুঃসংবাদ। তাকে খুব মিস করব। কিন্তু তার অভাব পুষিয়ে নিতে অনেকেই তৈরি। তবে ব্যাটিং অর্ডার নিয়ে এখনো কিছু ভাবিনি।’
Discussion about this post