এ যেন প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিলন। যেমনটা ধারনা করা হয়েছিল তাই হলো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুস্তাফিজুর রহমান দল পেলেন। রীতিমতো তাকে নিয়ে কাড়াকাড়ি হল নিলামে। সব শেষে শনিবার ১ কোটি ৪০ লাখ রুপিতে আইপিএলের দল সানরাইজার্স হায়দারাবাদ কিনে নিল কাটার খ্যাত মুস্তাফিজকে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৬২ লাখ টাকার কিছু বেশি।
তাকে নিয়ে যে এমন কাড়াকাড়ি হবে সেটা আগেই জানা গিয়েছিল। কেননা, গত বছর দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলাদা একটা অবস্থান করে নিয়েছিলেন মুস্তাফিজ।
ব্যাঙ্গালোরে আইপিএলের নিলাম শুরু হয় শনিবার সকালে। সেখানে প্রথম পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হল সানরাইজার্সের। তাতে জয় লক্ষ্মনের দলের। মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। শেষ পর্যন্ত সেটা বাড়তে বাড়তে দাড়ায় ১ কোটি ৪০ লাখ রুপি।
সানরাইজার্সের মেন্টর ভিভিএস লক্ষ্মণ প্রথমে নিতে হাত তুলেন মুস্তাফিজকে। এরপরই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোচ ড্যানিয়েল ভেট্টরি দর কষাকষি শুরু করেন। ১৯ বার ‘বিড’র পর শেষ মুস্তাফিজকে পায় সানরাইজার্স।
বাংলাদেশের এই বোলিং বিস্ময়কে পেয়ে দারুণ খুশি ভিভিএস লক্ষ্মণ। বললেন, ‘দেখুন মুস্তাফিজ সম্ভবত এর চেয়ে বেশি দাম পাওয়ার যোগ্য। আমরা তাকে কম দামেই পেয়েছি।’
Discussion about this post