টানা দুই জয়ে এক ম্যাচ আগেই আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে গেল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। দক্ষিণ এশিয়ার চার দেশ দাপটে পেরিয়ে গেল প্রথম পর্ব।
এইতো শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে ভারতের যুবারা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা তুলে ২৫৮ রান। জবাব দিতে নেমে ৩১.৩ ওভারে অলআউট হয়ে মাত্র ১৩৮ রান করে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। তাতেই ১২০ রানে জিতে ভারতের যুবারা।
নেপাল তাদের চমক ধরে রাখল। আগের ম্যাচে তারা হারিয়েছে নিউজিল্যান্ডকে। এবার হিমালয়ের কোলের দেশটি ৮ উইকেটে হারাল আয়ারল্যান্ডকে। শনিবার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে আইরিশরা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলে ১৩১ রান। জবাব দিতে নেমে ২৫.৩ ওভারেই ২ উইকেটে ১৩২ রান তুলে নেয় এশিয়ার নবীনতম এই ক্রিকেট শক্তি।
এদিকে ‘বি’ থেকে জয়ের ধারায় আছে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দল। শনিবার তারা কানাডাকে ৭ উইকেটে হারিয়ে উঠে গেল কোয়ার্টার ফাইনালে। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ে নামে পাকিস্তান। কানাডা তুলে ১৭৮ রান। জবাব দিতে নেমে সেঞ্চুরি তুলে নেন জিসান মালিক। ১২২ বলে ৮৯ রানের অপরাজিত থাকেন তিনি। তাতেই ৭ উইকেটে জিতে পাকিস্তান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার আফগানিস্তানের বিপক্ষে ৩৩ রানে জিতেছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কানরা তুলে ১৮৪ রান। জবাব দিতে নেমে ১৫১ রানে শেষ আফগান যুবাদের ইনিংস।
Discussion about this post