অংশগ্রহনই তাদের জন্য বড় অর্জন। কেননা, প্রথমবারের মতো তারা বিশ্বকাপের আঙিনায়। তেমন এক স্মরণীয় ম্যাচে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৭ উইকেটের হেরেছে ফিজির যুবারা।
শুক্রবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে চাপে পড়ে ফিজি। ক্রিকেট শিখতে থাকা দেশটির তরুন ব্যাটসম্যানরা কিচুই করতে পারেন নি। তিন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান তুলেন। চাকাচাকা টিকোইসুভা করেন ১৯ রান।
জিম্বাবুয়ের হয়ে ওয়েসলে মাডহেভ্রে ২৪ রানে ৫ উইকেট নেন।
জবাব দিতে নেমে ১৮.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় জিম্বাবুয়ে।
এদিকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শুক্রবার আরেক ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে জিতে নামিবিয়া। রীতিমতো চমকে দিলেন তাদের যুবারা।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ৩৬.৩ ওভারে ১৫৯ রানে অলআউট হয় স্কটল্যান্ড অনুর্ধ্ব-১৯ দল। জবাব দিতে নেমে ৯ উইকেট হাতে রেখে ২৬ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় নামিবিয়া।
জয়ের ধারাতেই আছে ইংল্যান্ড। ‘সি’ গ্রুপে টানা দ্বিতীয় জয় তুলল ফেভারিটরা। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ যুব দলকে ৬১ রানে হারায় ইংলিশরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান তুলে তারা। জবাবে ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দল ৪৩.৪ ওভারে অলআউট হয়ে করে ২২১ রান।
Discussion about this post