দক্ষিণ এশিয়ার আরেকটি দেশ যে ক্রিকেট বিশ্বে ঝড় তুলতে যাচ্ছে সেটা আঁচ করা যাচ্ছিল কিছুদিন ধরেই। তার আরো একটা নজির মিলল বৃহস্পতিবার। নিজের চেনাল নেপালের ভবিষ্যত ক্রিকেটাররা। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের ফেভারিট নিউজিল্যান্ডকে হারিয়ে দিল তারা।
৩২ রানে ম্যাচ জিতল নেপালের যুবারা। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৮ রান করে নেপাল অনুর্ধ্ব-১৯ দল। রাজু রিজাল করেন ৪৮ রান। এছাড়া সন্দ্বীপ সোনার ৩৯, আরিফ শেখ ৩৯ ও কুশল বোর্টেল ৩৫ রান তুলেন। নাথান স্মিথ নেন তিনটি উইকেট।
জবাব দিতে নেমে পরীক্ষায় পড়ে কিউইরা। শেষ পর্যন্ত ৪৭.১ বলে অলআউট হয়ে তাদের অনুর্ধ্ব-১৯ দল তুলে ২০৬ রান। ৫২ রান করেন গ্লেন ফিলিপস। দিপেদ্র সিং নেন ৩টি উইকেট।
হিমালয় কন্যা তাহলে আসছে!
Discussion about this post