পথ হারিয়ে ফেলা বাংলাদেশ শেষ ম্যাচেও নিজের খুঁজে পেল না। সেই ব্যর্থতাতেই শেষ সিরিজ। শুক্রবার খুলনায় সিরিজের শেষ টি-টুয়েন্টিতে বাংলাদেশকে ১৮ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। আর তাতেই চার ম্যাচ টি-টুয়েন্টি ২-২ এ ড্র হল।
আগের ম্যাচে গবেষণা করতে গিয়ে পা পিছলে গিয়েছিল টাইগারদের। তাইতো ছন্দ এবারো ফিরে পেল না মাশরাফির দল। হ্যামিল্টন মাসাকাদজার দল ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ১৮০ রান। এরপর জবাব দিতে নেমে ১৯ ওভারে ১৬২ রানে অলআউট বাংলাদেশ।
নিজেদের ছাড়িয়ে গেলেই কেবল ম্যাচটা জিততে পারতো টাইগাররা। ১৬৪ রানের বেশি টপকে জেতার রেকর্ড টি-টুয়েন্টিতে নেই মাশরাফিদের। এমন চ্যালেঞ্জে নেমে শুরুতেই হোচট। সেই ধাক্কা আর সামলে উঠা হয়নি। মুড়ির মতো উইকেট পড়েছে। শুধু মাহমুদুল্লাহ রিয়াদ করলেন ৫৪ রান।
এর আগে মাসাকাদজাকে আটকে বেগ পেল বাংলাদেশের বোলাররা। ৫৮ বলে ৯৩ রান করেন তিনি। ম্যাচের সঙ্গে সিরিজ সেরাও তিনি। তবে এদিন টি-টুয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব। আর বাংলাদেশ খেলতে নামে তাদের ৫০তম টি-টুয়েন্টি ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৮০/৪ (সিবান্দা ৪, মাসাকাদজা ৯৩*, মুতুম্বামি ৩২, ওয়ালার ৩৬, রাজা ২, চিগুম্বুরা ৫*; তাসকিন ১/৩২, হায়দার ১/৩৩, সাকিব ১/৩৫, মাশরাফি ১/৪০)
বাংলাদেশ: ১৯ ওভারে ১৬২ (তামিম ১, সৌম্য ১১, সাব্বির ১, ইমরুল ১৮, সাকিব ৪, মাহমুদউল্লাহ ৫৪, নুরুল ১৫, মাশরাফি ২২, হায়দার ১৪, আরাফাত ১০, তাসকিন ১*; মাডজিভা ৪/৩৪, চিসোরো ৩/১৭, রাজা ২/৩১, জঙ্গুয়ে ১/৩৫)।
ফল: জিম্বাবুয়ে ১৮ রানে জয়ী
ম্যাচ ও সিরিজ সেরা: হ্যামিলটন মাসাকাদজা।
Discussion about this post