সাকিব মাঠে নামা মানেই যেন এখন নতুন রেকর্ডের জন্ম। বিশ্বসেরা এই অলরান্ডার চমক দেখিয়েই যাচ্ছেন। বুধবার জিম্বাবুয়ের সঙ্গে টি-টুয়েন্টি লড়াইয়ে ৩১ রানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে সাকিব করেছেন অনন্য এক রেকর্ড। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণে ৪০০ উইকেটের রেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি। আছেন ৪০০ উইকেট ও ৮ হাজার রানের সেই ক্লাবেও।
আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট ও ৮ হাজার রানের ‘ডাবল’ রয়েছে সাকিব ছাড়া মাত্র ৫ জনের।
ইতিহাস জানাচ্ছে ২৪০ ম্যাচে ৪০০ উইকেট পেলেন এই স্পিনার। সব মিলিয়ে বাংলাদেশের হয়ে ২৩০ ম্যাচে ৩১০ উইকেট আছে মাশরাফি বিন মর্তুজার। ১৯৯ ম্যাচে ২৭৪ উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক।
এদিকে ৪০২ উইকেট নিয়ে সাকিব এবার টপকে গেলেন ইংল্যান্ডের ফ্লিনটফকে। পেছনে পড়লেন অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পিও।
Discussion about this post