ক্রিস গেইল মানেই চার-ছক্কার বন্যা। ব্যাট হাতে রীতিমতো সুনামি বইয়ে দেন তিনি। সোমবার অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ বিগ ব্যাশে সেই ভয়ংকর গেইলের দেখা মিলল। মেলবোর্ন রেনেগেইডসের এই ব্যাটসম্যান অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে মাত্র ১২ বলে ৫০ করেছেন তিনি।
আর তাতেই ছুঁয়ে ফেলেন যুবরাজ সিংকে। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপে ১২ বলে ৫০ রান করে বিশ্বরেকর্ড গড়েন এই ভারতীয় ব্যাটসম্যান।
গেইল অবশ্য ভাঙ্গতেই যাচ্ছিলেন সেই রেকর্ড। কিন্তু বোলার লফলিনের ইয়র্কারে মাত্র ১ রান নেন, তাতেই একক রেকর্ড হাতছাড়া। ১৭ বলে ৫৬ রানের ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ২টি চার! তবে টি-টুয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গেইলের একার। ২০১৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষে পুনে ওয়ারিয়ার্সের বিপক্ষে ৩০ বলে সেঞ্চুরি করেন তিনি।
টি-টুয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি ইংল্যান্ডের মার্কাস ট্রেসকোথিকের। ২০১০ সালে ১৩ বলে অর্ধশতক করেন তিনি।
Discussion about this post