ওয়েস্ট ইন্ডিজ দলকে যেন বলে-কয়ে হারাচ্ছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। টানা দুই জয়ে সিরিজটা আগেই চলে গিয়েছিল হাতের মুঠোয়। তাইতো শেষ ম্যাচে পরীক্ষা-নীরিক্ষা চলল। তারপরও জয়টাকে অভ্যাসে পরিনত করে ফেলা জুনিয়র টাইগারদের মুখেই হাসি।
নিয়মিত কয়েকজন ক্রিকেটারকে বিশ্রামে রেখেই শনিবার মাঠে নামে যুবরা। তারপরও তৃতীয় ওয়ানডেতে ১৬ রানে ক্যারিবীয়দের হারাল মেহদী হাসান মিরাজের দল। জয়ের নায়ক দু’জন। সাইফ হাসান করলেন সেঞ্চুরি। আর সঞ্জিত সাহা তুলে নিলেন ৫ উইকেট।
এই জয় দিয়ে সিরিজ ৩-০তে জিতল বাংলাদেশ। মানে ক্যারিবীয়দের বাংলাওয়াশ করলেন মেহদী হাসান মিরাজরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা ৭ উইকেট হারিয়ে তুলে ২৩৫ রান। সাইফের ব্যাট থেকে আসে অপরাজিত। ১০৭ রান। ১৪৭ বলে খেলা ইনিংসটিই তাকে এনে দেয় ম্যাচসেরার পুরস্কার। ৬১ রান করেন শফিউল। জাকের আলী ২৪।
জবাব দিতে নেমে এক বল বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজ অলআউট ২১৯ রানে। ২১ রানে ৫ উইকেট নেন সঞ্জিত।
এই ম্যাচে বিশ্রামে ছিলেন নাজমুল হোসেন, সালেহ আহমেদ শাওন, পিনাক ঘোষ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
Discussion about this post