এ যেন প্রত্যাশার পথ ধরে প্রাপ্তির দেখা। জিম্বাবুয়ের বিপক্ষে এখন বাংলাদেশ যে ফেভারিট সেটা বলে দেয়ার প্রয়োজন পড়ে না। তাইতো শুক্রবার ছুটির দিনে টাইগারদের রাজত্ব দেখা গেল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। সফরকারীদের বিপক্ষে চার ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশ জিতল ৪ উইকেটে।
এই ম্যাচে অন্যরকম এক হাফসেঞ্চুরি হল। শুভাগত হোম চৌধুরী এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান সেই সেই অর্ধশতকের সাক্ষী। টি-টুয়েন্টিতে ৪৯ এবং ৫০তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয় তাদের।
ম্যাচে বেশ কঠিন চ্যালেঞ্জ দিয়েছিল জিম্বাবুয়ে। তারা তুলে ১৬৩ রান। সাব্বির রহমানের ব্যাটে ৪৬। মুশফিক ২৬ রান। ১৩ বলে ২০ রান সাকিব আল হাসানের ব্যাটে।
রোববার একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যচে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। তৃতীয় ও চতুর্থ ম্যাচও হবে একই মাঠে, যথাক্রমে ২০ ও ২২ তারিখে।
Discussion about this post