খেলার চেয়েও জীবন অনেক বড়। তাইতো আপাতত ২২ গজে ব্যাটে নিয়ে নামার চেয়ে পরিবারের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেন ডেভিড ওয়ার্নার। অজি এই তারকা ক্রিকেটারের ঘরে আসছে আরেক নতুন সদস্য। স্ত্রী ক্যানডিস অ্যান ওয়ার্নার সন্তানসম্ভবা। তাদের ঘরে আসছে কন্যা সন্তান। তাদের ঘরে সদস্যের সংখ্যা দাড়াবে চারে। স্বামী-স্ত্রী আর দুই সন্তান!
২০১৪ সালে প্রথম কন্যা আইভি মে’র জন্ম হয়েছিল। নতুন অতিথি আসায় আপাতত অস্ট্রেলিয়া দল থেকে ছুটি নিয়েছেন ওয়ার্নার। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছেন না তিনি। আপাতত পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন ২৯ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান।
তার জায়গায় পরের দুই ওয়ানডের জন্য অস্ট্রেলিয়া দলে জায়গা পেলেন উসমান খাজা। অবশ্য ঘরোয়া ক্রিকেটে ভাল খেলার পুরস্কার পেলেন তিনি।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলো হবে যথাক্রমে ১৫,১৭, ২০, ২৩ জানুয়ারি। ৫ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে অজিরা।
Discussion about this post