নিরাপত্তা নামের জুজু শেষ পর্যন্ত সিনিয়রদের পথে হাঁটতে বাধ্য করল জুনিয়রদের। বাংলাদেশে হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিল অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল। মঙ্গলবার সিএ প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড যুব বিশ্বকাপ বর্জনের এই ঘোষণা দেন।
এর আগে অস্ট্রেলিয়ার জাতীয় দলও ঠিক এমন সিদ্ধান্ত নিয়েছিল। গত অক্টোবর-নভেম্বরে ঢাকা আসার কথা ছিল তাদের। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে আসেনি।
জুনিয়রদের না পাঠানোর বিষয়ে সিএ প্রধান নির্বাহী সাদারল্যান্ড বললেন, ‘দেখুন আইসিসির নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে অনেক দিন ধরে ঘনিষ্ঠভাবে কাজ করছি আমি। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণও করেছি। এরপর ক্রিকেটারদের বাবা-মা ছাড়াও কর্মকর্তাদের এ ব্যাপারে জানিয়েছে আমরা। কিন্তু দুঃখজনক ব্যাপার হল- সরকারের নিরাপত্তা বিভাগ আমাদের জানাল- বাংলাদেশ সফরে এখনো নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে। এ কারণে আমরা বছরের শেষ দিকে বাংলাদেশ সফর বর্জন করেছি। এবারো আমাদের এমন এই সিদ্ধান্ত নিতে হল। এছাড়া অন্য কোন পথও খোলা নেই।’
অথচ গতসপ্তাহে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আইসিসির নিরাপত্তা দলের সঙ্গে ঢাকা আসেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তা প্রধান। তার সার্বিক নিরাপত্তায় সন্তুষ্ঠ ছিলেন।
২৭ জানুয়ারি বাংলাদেশে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। টুর্নামেন্টের ফাইনাল ১৪ ফেব্রুয়ারি।
অস্ট্রেলিয়া বিশ্বকাপে গ্রুপ ‘ডি’ তে ছিল। এখানে তাদের প্রতিপক্ষ ছিল- ভারত, নিউজিল্যান্ড ও নেপাল।
Discussion about this post