সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে ৭২ রানে হারিয়ে বিপিএলের ফাইনালে উঠে গেছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ানস। শনিবার মিরপুরের শেরে বাংলায় তারা রীতিমতো উড়িয়ে দিয়েছে রংপুরকে।
যদিও ফাইনালের আশা শেষ হয়ে যাচ্ছে না সাকিবের দলের। শনিবার এলিমিনেটরে মুখোমুখি হওয়া বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটসের মধ্যকার বিজয়ীর সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে শিরোপার ফাইনালে উঠতে পারবে তারা। তবে অবশ্যই সেই ম্যাচ জিততে হবে তাদের।
প্রথম কোয়ালিফায়ারে টস হেরে ব্যাটিংয়ে নেমে নামে মাশরাফির দল। তারা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলে ১৬৩ রান। জবাব দিতে নেমে ১৭ ওভারে মাত্র ৯১ রানে অলআউট রংপুর।
ইমরুল কায়েস (৬৭) ও লিটন দাসের (২৮) দারুণ এক উদ্বোধনী জুটিতে শুরুতে ভাল ভিত পায় কুমিল্লা। আশহার জাইদি ১৫ বলে ৪০ রান করেন। জবাব দিতে নেমে জাইদি আর আবু হায়দার বোলিং তোপে উড়ে যায় রংপুর। মাত্র ৯১ রানে শেষ তারা। জাইদি-রনি দুজনই নেন চারটি করে উইকেট।
Discussion about this post