রোমাঞ্চ ছড়িয়েছিল ম্যাচ। একবার মনে হচ্ছিল জিততে যাচ্ছে বাংলাদেশ। আরেকবার জিম্বাবুয়ে। নাটকীয়তা থাকল শেষ ওভারেও। ১৮ রান চাই সফরকারীদের। সেটাই করে ফেলল তারা। পেল স্বান্তনার জয়।
জিম্বাবুয়ে ৭ উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে পৌঁছে যায় লক্ষ্যে। এক বল বাকী থাকতে তারা করে ১৩৬ রান। তাতেই ৩ উইকেটের নাটকীয় জয়। ১-১ এ সিরিজ টি-টুয়েন্টি সিরিজ ড্র হয়।
মিরপুরে রোববার টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১৩৫ রান।
তামিম ১৫ বলে করেন ২১ রান। ১০ রান ইমরুল কায়েসের ব্যাটে। সাব্বির রহমান ১৭। এনামুল হক বিজয় করেন ৪৭ রান।
এরপর ম্যালকম ওয়ালার ২৭ বলে করেন ৪০ রান। সিরিজের সেরা তিনি। ৩ উইকেট মুস্তাফিজের।
এর আগে প্রথম টি-টুয়েন্টিতে ৪ উইকেটে জিতে সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়টি দল হারল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১৪৫, ৫৮ ও ৬১ রানের সহজ জয় দিয়ে জিম্বাবুয়েকে বাংলাওয়াশ করে স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৫/৯ (তামিম ২১, ইমরুল ১০, এনামুল ৪৭, মুশফিক ৯, সাব্বির ১৭, নাসির ৩, মাহমুদউল্লাহ ৮, মাশরাফি ০, আরাফাত ৫, মুস্তাফিজ ১*, আল আমিন ১*; পানিয়াঙ্গারা ৩/৩০, মাডজিভা ২/২৫, ক্রেমার ২/২১)
জিম্বাবুয়ে: ১৯.৫ ওভারে ১৩৬/৭ (রাজা ৫, চাকাভা ৪, উইলিয়ামস ০, আরভিন ১৫, জংউই, চিগুম্বুরা ০, ওয়ালার ৩৪, মাডজিভা ২৮*, ক্রেমার ০*; আল আমিন ৩/২০, মুস্তাফিজ ১/১২)
ফল: জিম্বাবুয়ে ৩ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: নেভিল মাডজিভা
সিরিজ: ১-১ সমতা।
সিরিজসেরা: ম্যালকম ওয়ালার
Discussion about this post