ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা বধের পর আকাশে উড়ছিল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষেও সেই উড়ন্ত দলটাকেই দেখা গেল। টানা তৃতীয় ওয়ানডে ম্যাচেও টাইগারদের সামনে পাত্তা পেল না সফরকারীরা। মিরপুর শেরেবাংলায় তৃতীয় ওয়ানডেতে মাশরাফির দল ৬১ রানে হারাল জিম্বাবুয়েকে। তাতেই আরো একটা হোয়াইটওয়াশের আনন্দ!
সিরিজের প্রথম দুই ম্যাচে অনায়াসে ১৪৫ ও ৫৮ রানে জিতে আগেই সিরিজে নিশ্চিত করেছিল বাংলাদেশ।
বুধবার সিরিজের শেষ ম্যাচে প্রথমবারের মতো টস জিতে বাংলাদেশ। দিবা-রাত্রির ম্যাচে টাইগাররা ৫০ ওভারে তুলে ২৭৬ রান। জবাব দিতে নেমে ৪৩.৩ ওভারে ২১৫ রানে অলআউট জিম্বাবুয়ে।
এবার জয়ের নায়ক মুস্তাফিজুর রহমান। সময়টা ভাল কাটতে না থাকা এই পেসার আগের ম্যাচেই ফিরেন ফর্মে। ৭৬ বল পর উইকেট! এবার শুরুতেই আক্রমন। চামু চিভাবাকে দিয়ে শুরু। তারপর ফেরালেন রেগিস চাকাভা, সিকান্দার রাজা, লুক জংউই আর টিনাশে পানিয়াঙ্গারাকে। নাসির হোসেন নেন ২১ রান করা ক্রেইগ আরভিনের উইকেট।
ম্যাচসেরা সংগতভাবেই মুস্তাফিজ। এনিয়ে ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ উইকেট নিলেন করলেন কাটার বোলার।
এর আগে দুই ওপেনার ইমরুল কায়েস এবং তামিম ইকবাল দারুণ খেলেন। ১৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা। ফিরে যান দুজনই ৭৩ রানে। সব মিলিয়ে ৫০ ওভারে তুলে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান।
মাশরাফি’র দলের জয়রথ চলছেই। এ বছর ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার পর তারাই সবচেয়ে সফল দল। এ বছর ১৬ ওয়ানডে খেলে দল জিতেছে ১১টিতে। আর অজিদের জয় ২৪ ওয়ানডের ১৮টিতে।
Discussion about this post