শিরোনাম দেখে কী চমকে গেলেন? ”নাথিং ইস ইমপসিবল” যার কাছে সেই অনন্ত কী ক্রিকেট ব্যাট হাতে নামছেন? না তেমন কিছু নয়। বাংলা সিনেমার সময়ের জনপ্রিয় জুটি অনন্ত জলিল আর বর্ষা। তাদের সিনেমা মানেই পয়সা উসুল! সোশাল মিডিয়াতেও তাদের নিয়ে আগ্রহ নেই।
তাদের জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছে বিপিএলের একটি দল।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে বিপিএলের একটি দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আসছেন দেশের চলচ্চিত্রের অন্যতম আলোচিত জুটি অনন্ত-বর্ষা।
তবে কোন দলের সঙ্গে জড়াচ্ছেন তা জানান নি জলিল। ব্যাপারটা চমক হিসেবেই রাখছেন তিনি। নতুন সিনেমা স্পাইয়ের প্রচারনায় ব্যস্ত বর্ষা-অনন্ত!
Discussion about this post