টেস্টে তার অভিষেক নিয়ে নানা কথা বলতে শুরু করেছিলেন নিন্দুকরা। কেউ বলছিলেন কিছুটা আগে সাদা পোশাক উঠছে এই পেসারের গায়ে। কিন্তু মুস্তাফিজুর রহমান রহমান বুঝিয়ে দিলেন তিনি প্রস্তুত। টেস্ট অভিষেক্ওে বাজিমাত করলেন এই টাইগার পেসার। মুস্তাফিজুরের সঙ্গে জুবায়ের হোসেনদের দুর্দান্ত বোলিংয়ে চট্রগ্রাম টেস্টের ১ম ইনিংসে ২৪৮ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।
এরপর প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকটেে ৭ রান। তামিম ইকবাল ১ ও ইমরুল কায়েস ৫ রানে ব্যাট করছেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। কিন্তু হাশিম আমলার সিদ্ধান্তটাকে যৌক্তিক হতে দেয়নি টাইগার বোলাররা।
৩৭ রানে ৪ উইকটে নেন মুস্তাফিজ। জুবায়ের ৫৩ রানে ৩।
এর আগে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ হারিয়েছিল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংসে: ৮৩.৪ ওভারে ২৪৮/১০ (এলগার ৪৭, ফন জলি ৩৪, দু প্লসেি ৪৮, আমলা ১৩, বাভুমা ৫৪, ডুমনিি ০, ডি কক ০, ফল্যিান্ডার ২৪, হারমার ৯, স্টইেন ২, মরকলে ৩*; মুস্তাফিজ ৪/৩৭, জুবায়ের ৩/৫৩, মাহমুদউল্লাহ ১/৯, সাকিব ১/৪৫, তাইজুল ১/৫৭ )
বাংলাদেশ ১ম ইনিংসে: ২ ওভারে ৭/০ (তামিম ১*, ইমরুল ৫*)।
Discussion about this post