প্রথমে পাকিস্তান, এরপর আরেক পরাশক্তি ভারত। এবার জায়ান্ট দক্ষিণ আফ্রিকাও শুনল বাঘের গর্জন! প্রোটিয়াদের ওয়ানডে সিরিজে ২-১ এ উড়িয়ে দিল বাংলাদেশ।
তৃতীয় ও শেষ ওয়ানডেতে বুধবার ডাকওয়ার্থ ও লুইস ম্যাথডে সফরকারীদের বিপক্ষে ৯ উইকেটে জিতল টাইগাররা।
ইতিহাস বলছে- এনিয়ে টানা ৪ সিরিজ জিতল বাংলাদেশ।
অবশ্য বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টি বেশ ভুগিয়েছে দলকে। ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে মাশরাফি বিন মর্তুজার দল। এরপর সফরকারীরা ৪০ ওভারে নির্ধারিত ম্যাচে ৯ উইকেট হারিয়ে তুলে ১৬৮ রান। দুর্দান্ত বোলিং করেছেন বোলাররা। এদিন হাশিম আমলাকে ফিরিয়ে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান। এই মাইলফলক স্পর্শ করার দিনে তিনি গড়লেন নতুন রেকর্ড। ওয়ানডেতে সবচেয়ে কম ম্যাচ খেলে ৪ হাজার রান ও ২০০ উইকেটের মালিক সাকিব।
এদিন ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন মাশরাফি বিন মর্তুজাও!
এরপর জবাব দিতে নেমে অনায়াসে প্রোটিয়াদের উড়িয়ে দিয়েছে মাশরাফির দল।
ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৭০। তামিম ইকবাল এবং সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৬.১ ওভারে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। তামিম করেন ৬১ আর সৌম্য ৯০। তাইতো ম্যাচসেরার সঙ্গে সিরিজ সেরাও সৌম্য!
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৪০ ওভারে ১৬৮/৯ (ডি কক ৭, আমলা ১৫, ডু প্লেসিস ৬, রুশো ১৭, মিলার ৪৪, ডুমিনি ৫১, বেহারদিন ১২, রাবাদা ১, অ্যাবট ৫, মরকেল ১*; সাকিব ৩/৩৩, মুস্তাফিজ ২/২৪, রুবেল ২/২৯, মাহমুদউল্লাহ ১/২০, মাশরাফি ১/২৯)
বাংলাদেশ: ২৬.১ ওভারে ১৭০/১ (তামিম ৬১*, সৌম্য ৯০, লিটন ৫*; তাহির ১/৩৭)
ফল: ৯ উইকেটে জয়ী বাংলাদেশ
ম্যাচসেরা : সৌম্য সরকার
সিরিজ: বাংলাদেশ ২-১ এ ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ জয়ী
সিরিজসেরা: সৌম্য সরকার
Discussion about this post