ভারতের বিপক্ষে স্বপ্নের সিরিজ শেষে কেমন করে যেন সুর কেটে যাচ্ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিছুতেই দেখা মিলছিল না সাফল্য! দুটো টি-টুয়েন্টি হার। এরপর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও ব্যর্থ বাংলাদেশ। কিন্তু রোববার ঠিকই চেনা পথ খুঁজে পেল টাইগাররা। মাশরাফি বিন মর্তুজার দল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিতল অনায়াসে, ৭ উইকেটে।
এই সিরিজে সমতা আসলো তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। শেষ ম্যাচটি তাইতো হয়ে গেল অলিখিত ফাইনাল। যেটি হবে আগামী বুধবার, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
দলকে এমন দুরন্ত জয় এনে দিয়েছেন সৌম্য সরকার (৭৮×) এবং মাহমুদউল্লাহ (৫০)। তাদের দ্বায়িত্বশীল ব্যাটিংই দলকে এনে দিল এমন সহজতর জয়! ২০০৭ সালের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এলো উৎসবক্ষণ!
তবে জয়ের ভিতটা অবশ্য গড়ে দিয়েছিলেন বোলাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পড়ে নতুন এক অভিজ্ঞতা হল প্রোটিয়াদের। তারা অলআউট ১৬২ রানে। ওয়ানডেতে প্রথমে ব্যাটিংয়ে নেমে এবারই প্রথম বাংলাদেশের বিপক্ষে অলআউট হল দক্ষিণ আফ্রিকা।
এরপর জবাব দিতে নেমে ২৭.৪ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা! যাকে বলে হেসে খেলে জয়!
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৪৬ ওভারে ১৬২/১০ (আমলা ২২, ডি কক ২, ডু প্লেসিস ৪১, রুশো ৪, মিলার ৯, দুমিনি ১৩, বেহারদিন ৩৬, মরিস ১২, রাবাদা ১০, অ্যাবট ৫, তাহির ১*; নাসির ৩/২৬, মুস্তাফিজ ৩/৩৮, রুবেল ২/৩৪, মাহমুদউল্লাহ ১/১৩, মাশরাফি ১/১৭)
বাংলাদেশ: ২৭.৪ ওভারে ১৬৭/৩ (তামিম ৫, সৌম্য ৮৮*, লিটন ১৭, মাহমুদউল্লাহ ৫০, সাকিব ০*; রাবাদা ২/৪৫, অ্যাবট ১/২২ )
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সৌম্য সরকার
Discussion about this post