যেমনটা ধারনা করা হচ্ছিল তাই হল। এই ভরা বৃষ্টির মৌসুমে বৃষ্টি না হয়ে কী পারে। কাল ভোর থেকেই আকাশ ঝেপে নেমেছে অঝোর ধারার বৃষ্টি। তারই প্রভাব পড়ল বাংলাদেশ-ভারত টেস্টে। বৃহস্পতিবার বৃষ্টির কারণে ফতুল্লায় বাংলাদেশ ও ভারতের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের খেলা হয়নি। দিনের খেলা পরিত্যক্ত হয়েছে।
মাঠ পরিদর্শন করে বেলা পৌনে দুইটায় দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। অবশ্য খেলা যে হচ্ছে না সেটা আঁচ করা যাচ্ছিল সকালেই। মজার ব্যাপার হল বৃহস্পতিবার দ্বিতীয় দিন মাঠে আসেনি বাংলাদেশ ও ভারতীয় দল। টিম হোটেলেই ছিলেন মুশফিক কোহলিরা।। মাঠ থেকে ইঙ্গিত পেলেই কেবল রওনা হতেন ফতুল্লায়।
এর আগে বুধবার প্রথম দিন বৃষ্টির কারণে এক সেশনে খেলা বন্ধ ছিল। অার টেস্টের প্রথম দিন শেষে কোন উইকেট না হারিয়ে ২৩৯ রান করে ভারত। শিখর ধাওয়ান ও মুরালি বিজয়ের রেকর্ড উদ্বোধনী জুটির ১ম ইনিংসে বড় সংগ্রহের পথে ভারত।
ধাওয়ান ১৫০ ও বিজয় ৮৯ রান নিয়ে ব্যাট করছেন। উদ্বোধনী ব্যাটসম্যান লোকেশ রাহুল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় একাদশে জায়গা পেয়েছেন ধাওয়ান।
এর আগে টেস্টে বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী জুটিতে এর আগে ভারতের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল দিনেশ কার্তিক ও ওয়াসিম জাফরের। দু’জন ২০০৭ সালে ১৭৫ রানের জুটি গড়েন।
Discussion about this post