পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ প্রান্তে ইনজুরিতে পড়েছিলেন তিনি। শঙ্কা ছিল ভারতের বিপক্ষে ফিট মুশফিকুর রহীমের দেখা মিলবে তো? সেই শঙ্কা কেটে গেল। চিন্তার কিছু নেই। শনিবার তেমন কথাই শোনালেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বলা দরকার, পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আঙুলে ব্যথা পান অধিনায়ক মুশফিক।
সেই চোট অবশ্য এখনো সামলে উঠা হয়নি। সব কিছু ঠিক থাকলে আগামী এক সপ্তাহ বিশ্রামে থাকলেই সেরে উঠবেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। সুস্থ হয়েই খেলতে পারবেন ভারতের বিপক্ষে সিরিজে।
ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে একটি টেস্ট খেলবে। ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। জানা গেল সেখানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মুশফিকুর রহীম। কেননা, বিসিবি এখনই টেস্ট অধিনায়ক খুঁজছে না।
এদিকে আগামী ৭ জুন ঢাকা পৌঁছাবে ভারতীয় দল। ভারতের সঙ্গে ১৮, ২১ ও ২৪ জুন দিন-রাতের তিনটি ওয়ানডে ম্যাচ হবে। ভেন্যু মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
Discussion about this post