খুলনা টেস্টের লাগাম এখন বাংলাদেশের হাতে। পথ খুঁজে পেল টাইগাররা। আরেকটু সরাসরি বলা যায় দলকে ম্যাচে ফেরালেন তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। দু’জন তুলে নিলেন সেঞ্চুরি। গড়লেন রেকর্ড গড়া জুটি। আর তাতেই বাংলাদেশ শুক্রবার চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে কোন উইকেট না হারিয়ে করেছে ২৭৩ রান।
উইকেটে আছেন তামিম (১৩৮) এবং ইমরুল (১৩২)। শুক্রবার ছুটির দিনে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের দশকদের মাতিয়ে তামিম ১৮৩ বলে হাকান ১৩ চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ। ইমরুল ১৮৫ বলে করেন ১৫ চার ও ৩টি ছক্কা। এ অবস্থায় ২৩ রানে পিছিয়ে আছে মুশফিকুর রহীমের দল। ড্র’য়ের পথে খুলনা টেস্ট।
অথচ চাপে থেকেই দিনের খেলা শুরু করে দল। পাকিস্তানের ১ম ইনিংসের চেয়ে ২৯৬ রানে পিছিয়ে ছিল তারা। সেই চাপ উড়িয়ে দিয়ে স্মরনীয় ইনিংস খেললেন তামিম-ইমরুল। দু’জনের ব্যাটে শতরান। আর গড়লেন উদ্বোধনী উইকেটে রেকর্ড গড়া জুটি। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে এই দু’জনই ২২৪ রানের জুটি গড়েন। টেস্টে যে কোন উইকেটেও এটি দেশসেরা জুটি। ২০১৩ সালে গলে পঞ্চম উইকেটে ২৬৭ রানের জুটি গড়েরন মুশফিক ও মোহাম্মদ আশরাফুল। এবার তা ভাঙ্গলেন তামিম-ইমরুল।
এর আগে পাকিস্তানের ১ম ইনিংস শেষ হয় ৬২৮ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ১২০ ওভারে ১ম ইনিংসে ৩৩২/১০ (তামিম ২৫, ইমরুল ৫১, মুমিনুল ৮০, মাহমুদউল্লাহ ৪৯, সাকিব ২৫, মুশফিক ৩২, সৌম্য ৩৩, শুভাগত ১২*, তাইজুল ১, শহীদ ১০, রুবেল ২; ওয়াহাব ৩/৫৫, ইয়াসির ৩/৮৬, হাফিজ ২/৪৭, বাবর ২/৯৯) ও ২য় ইনিংসে ৬১ ওভারে ২৭৩/০ (তামিম ১৩৮*, ইমরুল ১৩২*)
পাকিস্তান: ১৬৮.৪ ওভারে ১ম ইনিংসে ৬২৮/১০ (হাফিজ ২২৪, সামি ২০, আজহার ৮৩, ইউনুস ৩৩, মিসবাহ ৫৯, শফিক ৮৩, সরফরাজ ৮২; তাইজুল ৬/১৬৩, শুভাগত ২/১২০, শহীদ ১/৫৯, সাকিব ১/১৪৬)।
Discussion about this post