বাজে ফিল্ডিংই শেষ করে দিল ম্যাচ। শ্রীলঙ্কার সঙ্গে পেরে উঠল না বাংলাদেশ। তিলকারত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারার সেঞ্চুরিতে ১ উইকেট হারিয়ে ৩৩২ রান করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ৪৭ ওভারে ২৪০ রানে অলআউট বাংলাদেশ।
৯২ রানে হেরে যায় টাইগাররা।
অবশ্য এজন্য বাজে ফিল্ডিং দায়ী।
লাহিরু থিরিমান্নে এবং তিলকারত্নে দিলশান গড়েন ১২২ রানের জুটি। অথচ প্রথম ওভারেই ফিরতে পারতেন থিরিমান্নে। মাশরাফি বিন মুর্তজার বলে এনামুল হক বিজয় সহজ ক্যাচ হাতছাড়া করেন। এরপর
ব্যক্তিগত ২২ ও ৪৪ রানে আরো দুইবার জীবন পান থিরিমান্নে।
এছাড়া তিলকারত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারাও জীবন পেয়েছেন ফিল্ডারদের বদন্যতায়।
ম্যাচশেষে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বলছিলেন, ”ফিল্ডিংই আমাদের ক্ষতিটা করল। কিন্তু আমাদের বোলারদের বোলিং প্রত্যাশা অনুযায়ী বল করেছে। তবে আমি চোখ রাখতে চাই পরের ম্যাচে।স্কটল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে আমরা ভালো কিছু নিয়ে ফিরব।”
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩৩২/১ (থিরিমান্নে ৫২, দিলশান ১৬১*, সাঙ্গাকারা ১০৫*; রুবেল ১/৬২)
বাংলাদেশ: ৪৭ ওভারে ২৪০/১০ (তামিম ০, এনামুল ২৯, সৌম্য ২৫, মুমিনুল ১, মাহমুদুল্লাহ ২৮, সাকিব ৪৬, মুশফিক ৩৬, সাব্বির ৫৩, মাশরাফি ৭, রুবেল ০*, তাসকিন ০; মালিঙ্গা ৩/৩৫, দিলশান ২/৩৫, লাকমাল ২/৪৯, থিসারা ১/৩৩, ম্যাথুস ১/৩৬)
ফল: শ্রীলঙ্কা ৯২ রানে জয়ী
ম্যাচসেরা: তিলকারত্নে দিলশান
Discussion about this post