মনে হচ্ছিল বুঝি একপেশে হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল। এক পর্যায়ে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল মালয়েশিয়া। কিন্তু এরপরই ম্যাচে ফিরে বাংলাদেশ। ঠিক ফেরার মতো ফেরা! ২-২ গোলে সমতা। কিন্তু শেষ রক্ষায় হয়নি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে রোববারের রোমাঞ্চকর ফাইনালে ৩-২ গোলে বাংলাদেশকে হারাল মালয়েশিয়া। তারা জিতে নিল ১৫ বছর পর আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপের ট্রফি।
নাজিরুল নাঈম ও কুমাহরানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া অনুর্ধ্ব-২১ দলটি। এরপর দ্বিতীয়ার্ধে জাহিদ হাসান এমিলি ও ইয়াসিন খানের গোলে সমতা আসে। ফেরে বাংলাদেশ। কিন্তু শেষ মুহুর্তে মোহাম্মদ ফাইজাতের গোল স্বপ্ন শেষ করে দেয় বাংলাদেশের। রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় মামুনুল হকদের। শিরোপা ছিনিয়ে নেয় অতিথিরা।
টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছেন বাংলাদেশের মিডফিল্ডার জামাল ভূইয়া।
Discussion about this post