ক্রিকবি২৪.কম রিপোর্ট
টানা এক মাস টান টান উত্তেজনার মধ্যে দিয়ে চলে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা শেষ হয়েছে রোববার। নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে দাপট দেখানোর সুবাদে টুর্নামেন্ট সেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার। তবে অজি অধিনায়ক ফিঞ্চের চোখে আসল সেরা অ্যাডাম জাম্পা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে রোববার ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে অস্ট্রেলিয়া। একদিনের ক্রিকেটে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার এই প্রথম টি-টোয়েন্টি শিরোপা জয়ের মিশনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ডেভিড ওয়ার্নার।
এবারের বিশ্বকাপে ওয়ার্নার করেছেন ৭ ইনিংসে ৪৮.১৬ গড়ে ২৮৯ রান। শেষ তিন ম্যাচের দুটিতেই করেছেন ফিফটি। বাকি থাকা ম্যাচটিতে করেছেন ৪৯ রান৷ তারই সুবাদে ওয়ার্নার মনোনীত হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে৷ কিন্তু অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের চোখে আসল ম্যাচসেরা আসলে অ্যাডাম জাম্পা ।
ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই বলেছেন অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক ফিঞ্চ, ‘আমার চোখে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আসলে অ্যাডাম জাম্পা। পুরো টুর্নামেন্ট জুড়ে সে খেলা নিয়ন্ত্রণ করেছে৷ গুরুত্বপূর্ণ সব উইকেটও নিয়েছে। সে একজন দুর্দান্ত খেলোয়াড়।’
অজিদের প্রথম বিশ্বকাপ জয়ের মিশনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অ্যাডাম জাম্পা ৷ এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের হয়ে সবচেয়ে বেশি ১৩ উইকেট নিয়েছেন এই লেগ-স্পিনার।
গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচেও মিতব্যয়ী ছিলেন অ্যাডাম জাম্পা। নির্ধারিত চার ওভারে মাত্র ২৬ রান দিয়েছেন তিনি। তুলে নিয়েছেন অভিজ্ঞ মার্টিন গাপটিলের উইকেট।
Discussion about this post