ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তাদের সামনে ছিল সহজ সমীকরণ-হারলে বিদায়! জিতলে দল টিকে থাকবে লড়াইয়ে। এমন ম্যাচে চেনাই গেল না শ্রীলঙ্কাকে। এক কথায় তাদের রীতিমতো উড়িয়ে দিল আফগানিস্তান। যুদ্ধবিধ্বস্ত দেশটি জানিয়ে দিল টি-টুয়েন্টির পর ওয়ানডে ক্রিকেটেও রাজত্ব করতে আসছে তারা।
‘বি’ গ্রুপের ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ৯১ রানে জয় তুলে নিয়েছে আফগানিস্তান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সোমবার রাতে ২৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চন্ডিকা হাথুরুসিংহের দল অলআউট মাত্র ১৫৮ রানে।
ইতিহাস জানাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে এটিই আফগানদের প্রথম জয়।
এমন ইতিহাস গড়া জয় দিয়ে আফগানিস্তান উঠে গেছে এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে। এমন কী এক জয় নিয়ে বাংলাদেশও পেয়ে গেছে পরের রাউন্ডের টিকিট। আর বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।
প্রথমে ব্যাট করতে নেমে লাসিথ মালিঙ্গা আতঙ্ক সামাল দিয়ে বেশ ভাল সংগ্রহ গড়ে তুলে আফগানরা। করে ২৪৯ রান। যা শ্রীলঙ্কানদের বিপক্ষে তাদের সর্বোচ্চ সংগ্রহ। মালিঙ্গা প্রথম ৪ ওভারে ২২ রান দিয়ে এই পেসার ছিলেন উইকেট পাননি। শেষ পর্যন্ত ১০ ওভারে ৬৬ রান দিয়ে নেন মাত্র ১ উইকেট।
মোহাম্মদ শাহজাদ ও ইহসানুল্লাহ জানাত উদ্বোধনী জুটিতে তুলেন ৫৭ রান। ৪৭ বলে ৩৪ করেন শাহজাদ। ইহসানুল্লাহ ৬৫ বলে করেন ৪৫। ৯০ বলে ৭২ রান তুলেন রহমত শাহ। ৪০ ওভারে ৩ উইকেটে ১৮৩ রান করে আফগানিস্তান। শেষ ১০ ওভারে পায় ৬৬ রান। থিসারা পেরেরা ৫৫ রান খরচায় নেন ৫ উইকেট।
এরপর জবাব দিতে নেমে ৪১.২ ওভারে ১৫৮ রানে অলআউট শ্রীলঙ্কা। উপুল থারাঙ্গা ৩৬, ডি সিলভা ২৩, অ্যাঞ্জেলো ম্যাথুজ ২২, সেহান জয়াসুরিয়া ১৪ রান। অন্যরা উইকেটে আসা-যাওয়ার খেলায় মেতেছেন। যে কারণেই হতাশাতে শেষ হল শ্রীলঙ্কার এশিয়া কাপ!
বাংলাদেশ-আফগানিস্তান গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বৃহস্পতিবার।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান: ৫০ ওভারে ২৪৯/১০ (শাহজাদ ৩৪, ইহসানউল্লাহ ৪৫, রহমত ৭২, আসগর ১, হাশমতউল্লাহ ৩৭, নবি ১৫, নাজিবউল্লাহ ১২, গুলবাদিন ৪, রশিদ ১৩, আফতাব ৭*, মুজিব ০; মালিঙ্গা ১/৬৬, চামিরা ১/৪৩, থিসারা ৫/৫৫, দনাঞ্জয়া ২/৩৯, জয়াসুরিয়া ১/২২)
শ্রীলঙ্কা: ৪১.২ ওভারে ১৫৮ (মেন্ডিস ০, থারাঙ্গা ৩৬, ধনাঞ্জয়া ২৩, কুসল পেরেরা ১৭, ম্যাথিউস ২২, জয়াসুরিয়া ১৪, থিসারা ২৮, শানাকা ০, দনাঞ্জয়া ২, মালিঙ্গা ১, চামিরা ২*; মুজিব ২/৩২ আফতাব ০/৩৪, গুলবাদিন ২/২৯, নবি ২/৩০, রশিদ ২/২৬)
ফল: আফগানিস্তান ৯১ রানে জয়ী
ম্যাচসেরা: রহমাত শাহ।
Discussion about this post