ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিরাট কোহলিকে ছাড়াই এশিয়া কাপে খেলতে যাবে ভারত। নিয়মিত অধিনায়ককে বাইরে রেখে শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
বাস্তবতার দিকে তাকিয়েই কোহলিকে বিশ্রামে রেখেছে ভারত। কারণ এখন ইংল্যান্ড সফরে আছে দল। সেখানে দীর্ঘ এক সিরিজে খেলা নিয়ে ব্যস্ত। এই সিরিজ শেষে বিশ্রামের সুযোগ নেই। কারণ দরজায় দাঁড়িয়ে এশিয়া কাপ। তারপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। এসব কথা চিন্তা করেই নির্বাচকরা বিশ্রামে রেখেছেন কোহলিকে।
এই সুযোগে নেতৃত্বে দেবেন আরেক তারকা ক্রিকেটার রোহিত শর্মা। তার ডেপুটি শিখর ধাওয়ান।
ভারতের এশিয়া কাপ দলে নতুন মুখ হিসেবে আছেন বাঁহাতি পেসার খলিল আহমেদ। ২০ বছরের এই পেসার জুন-জুলাইয়ে ইংল্যান্ড সফরের ভারত ‘এ’ দলের হয়ে খেলে নজর কাড়েন। এছাড়া দলে ফিরেছেন মনিশ পান্ডে, আম্বাতি রাইডু, কেদার যাদব আর ইনজুরি কাটিয়ে উঠা পেসার ভুবনেশ্বর কুমার।
আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে ৬ দেশের ক্রিকেট লড়াই এশিয়া কাপ। তবে ‘বি’ গ্রুপের দল ভারতের প্রথম ম্যাচ আগামী ১৮ সেপ্টেম্বর। বাছাইপর্বে চ্যাম্পিয়ন দলের বিপক্ষে ম্যাচে লড়াইয়ে শুরু মিশন। ১৯ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর আফগানিস্তান।
এশিয়া কাপের ভারতীয় দল-
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, আম্বাতি রাইডু, মনিশ পান্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, খলিদ আহমেদ, হার্দিক পান্ডিয়া ও জাসপ্রিত বুমরাহ।
Discussion about this post