ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আরো একটা সাফল্যের স্বীকৃতি মিলল। রাশিয়া বিশ্বকাপের সেরা ফুটবলার হয়েছিলেন। এবার ইউরোপের বর্ষসেরা ফুটবলার হয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়াট তারকা লুকা মডরিচ। বৃহস্পতিবার রাতে ফ্রান্সের মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে ঘোষনা করা হয় বর্ষসেরা ফুটবলারদের নাম।
রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এনে দিয়ে আলোচনায় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মডরিচও রিয়ালের হয়ে জিতেছেন এই ট্রফি। পাশাপাশি রাশিয়া বিশ্বকাপ ফুটবলে ক্রোয়েশিয়াকে নেন ফাইনালে। আর লিভারপুলের ঝড় তুলেন মোহাম্মদ সালাহ। তবে তাদের টপকে সেরা মরডিচই।
২০১০ সাল থেকে শুরু হয়েছে ইউরোপের বর্ষসেরার পুরস্কার। সবচেয়ে বেশিবার সেরা হয়েছেন রিয়াল ছেড়ে এ মৌসুমে জুভেন্টাসে নাম লেখানো পর্তুগালের রোনালদো। তিনবার হয়েছেন ইউরোপসেরা। দুইবার জিতেছেন বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলা ৩২টি দলের কোচ আর উয়েফায় প্রতিনিধিত্বকারী দেশগুলোর ৫৫জন সাংবাদিকদের ভোটে বেছে নেওয়া হয়েছে সেরা ফুটবলার।
উয়েফা বর্ষসেরা ফুটবলারই নয়, লুকা মডরিচ সেরা মিডফিল্ডারের পুরস্কার পেয়েছেন।সেরা ফরোয়ার্ড হয়েছেন রোনালদো। সেরা গোলরক্ষক রিয়ালের কেইলর নাভাস। বর্ষসেরা ডিফেন্ডার রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস।
উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড এবার পেলেন ম্যানচেস্টার ইউনাইটেড আর ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহাম।
Discussion about this post