নাটকীয় এক দিন কাটল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। যেখানে ১ বলে দেখা গেল ১৫ রান। যা কীনা বিশ্বরেকর্ডও। মঙ্গলবার চিটাগং কিংসকে ৩৭ রানে হারিয়ে বিপিএল শুরু করল খুলনা টাইগার্স।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনা ২০ ওভারে তোলে ২০৩ রান। এবারের বিপিএলের প্রথম দুইশ ছাড়ানো স্কোর। জবাবে নেমে চিটাগং অলআউট ১৬৬ রানে।
এই ম্যাচেই ১ বলেই কীনা দেখা গের ১৫ রান। ২০৩ রানের পাহাড় সমান লক্ষ্যে ব্যাট করতে নেমে চিটাগং কিংস এমন শুরু পায়। খুলনার ক্যারিবিাংন পেসার ওশান থমাসের প্রথম বলেই ১৫ রান নেয় চিটাগং। যা স্বীকৃত ক্রিকেটে বিশ্বরেকর্ড।
ইনিংসের প্রথম বলে নাঈম ইসলাম আউট ছিলেন। কিন্তু নো হওয়ায় বেঁচে যান তিনি। তারপর টি-টোয়েন্টি ক্রিকেটে এক বলে সবচেয়ে বেশি রানের নতুন বিশ্বরেকর্ড গড়েন। প্রথম বল নো। পরেরটি ডট। তারপরই নো-বলে ছক্কা হাঁকালেন নাঈম। মানে ৭ রান। পরের দুটি ওয়াইড আরও দুই রান। এরপরেরটি নো বলে বাউন্ডারি, ৫ রান। ১ বলে মোট ১৫ রান।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে এক বলে ১৩ রান তুলে এর আগে বিশ্বরেকর্ড গড়েছিলেন যশস্বী জয়সওয়াল। ২০২৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের এ ওপেনার ৭ রান নেন।
এদিকে ঢাকার বিপক্ষে সহজ জয় তুলে নিয়ে বিপিএলে শুরু করে রংপুর রাইডার্স। আজ সিলেটকে ৩৪ রানে হারাল নুরুল হাসান সোহানের দল। টানা দুই জয় তাদের।
সংক্ষিপ্ত স্কোর-
খুলনা টাইগার্স: ২০ ওভারে ২০৩/৪ (নাঈম শেখ ২৬, বসিস্টো ৭৫*, মিরাজ ১৮, জাদরান ৬, আফিফ ৫৯*; শরিফুল ৪-০-৪৭-০, আলিস ৪-০-১৭-২, খালেদ ৪-০-৪৫-২, ওয়াসিম ৪-০-৩৯-০, ও’কনেল ২-০-২৫-০, শামীম ২-০-২৩-০)।
চিটাগং কিংস: ১৮.৫ ওভারে ১৬৬ (নাঈম ১২, পারভেজ ১৩, উসমান ১৮, মিঠুন ৬, হায়দার ০, শামীম ৭৮, ও’কনেল ০, ওয়াসিম ৮, আলিস ৬*, খালেদ ১৪*; টমাস ১-০-১৮-১, হাসান ৪-০-৩০-১, আবু হায়দার ৩.৫-০-৪৪-৪, নাসুম ৩-০-৩৫-১, নাওয়াজ ৩-০-১৩-২, মিরাজ ৪-০-২৬-১)।
ফল: খুলনা টাইগার্স ৩৭ রানে জয়ী।
ম্যাচ: মাহিদুল ইসলাম অঙ্কন।
Discussion about this post