টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানরা ঠিকঠাক মতোই নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম ও সাব্বির রহমান। তাদের অর্ধশতকে দিনটা ভাল মতোই শেষ করেছে বাংলাদেশ। বেনোনির উইলোমুর পার্কে তিনদিনের প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩০৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তারপর জবাবে প্রথম দিন শেষে ১ উইকেটে ২১ রান তুলেছে স্বাগতিক ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ। বাংলাদেশ এগিয়ে ২৮৫ রানে।
যদিও স্বাগতিকদের একাদশে নেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলা কোনো ক্রিকেটার। তারপরও বেশ বেগ পেয়েছে সফরকারীরা। সঙ্গে তামিম ইকবালের ইনজুরি অস্বস্তি হয়ে এসেছে। অথচ প্রথম বলে চার হাঁকিয়ে শুরুটা ভালো করেছিলেন তামিম। কিন্তু পেশিতে টান লাগায় ১৩ বল খেলেই মাঠ ছাড়েন বাঁহাতি ওপেনার।
তারপর সৌম্য সরকার ও ইমরুল কায়েস জুটিতে আসে ৭৩ রান। ৫১ বলে ৪টি চারে ৩৪ রান করে সাজঘরের পথ ধরেন ইমরুল। অঅর সৌম্যর ব্যাটে ৪৩ রান। তারপর অধিনায়ক মুশফিকুর রহীমের সঙ্গে ১১৯ রানের দারুণ এক জুটি গড়েন মুমিনুল হক।
৭৩ বলে ৬৮ রান করেন মুমিনুল। যদিও এই ইনিংস খেলে খুশি নন তিনি। জানালেন, ‘আমি ফিফটি পেয়ে সন্তুষ্ট নই। অপরাজিত থাকলে নতুন বল খেলতে পারতাম। তারপরও এই কন্ডিশনে ব্যাটসম্যানরা মানিয়ে নিতে পেরেছে।’
তারপর ৮৫ বলে ৬৩ রান করে আউট মুশফিক। আর সাব্বির রহমান অপরাজিত থাকেন ৫৮ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৪.১ ওভারে ৩০৬/৭ ডিক্লেয়ার্ড (তামিম ৫* আহত অবসর, সৌম্য ৪৩, ইমরুল ৩৪, মুমিনুল ৬৮, মুশফিক ৬৩, মাহমুদউল্লাহ ০, সাব্বির ৫৮*, লিটন ০, মিরাজ ১৮, তাসকিন ৮*; প্রিটোরিয়াস ১/৪৯, বোকাকো ১/৪৮, কোহেন ৪/২৩, ভন বার্গ ১/৯৬)
দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ ১ম ইনিংস: ৫.৩ ওভারে ২১/১ (ইয়াসিন ৯*, আইজ্যাক ১২; মুস্তাফিজ ০/১৩, শুভাশিস ০/৮, মিরাজ ০/০)
Discussion about this post