ভারত সফরের শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচেই ৯৬ রানের বড় হার। ভারত ‘এ’ দলের সামনে নিজেদের চেনাতে পারলেন না মুমিনুল হকরা। বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার একপেশে হল লড়াই।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সকালে টসে জিতে বাংলাদেশ। ভারতীয় ‘এ’ দলকে ব্যাট করতে পাঠান অধিনায়ক মুমিনুল হক। ভারত ‘এ’ দল ৭ উইকেট হারিয়ে তুলে ৩২২ রান।
এরপর জবাবে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই তথৈবচ বাংলাদেশ ‘এ’ দল। ৯ রানে অরবিন্দের বলে আউট হয়ে যান ফর্মে থাকা সৌম্য সরকার। এনামুল হক বিজয়ও কিছু করে দেখাতে পারেন নি।
দলের সংগ্রহে ৬২ রান যোগ করতেই ফেরেন রনি তালুকদার (১৩ রান), মমিনুল হক (১৯ রান) এবং সাব্বির রহমান (২৫ রান)। নাসির হোসেন এবং লিটন দাস ষষ্ঠ উইকেট জুটিতে যোগ করেন ১২০ রান।
ব্যাক্তিগত ৫২ রানে আউট নাসির। লিটন দাস ৭৫। শেষপর্যন্ত ৪২.৩ ওভারে বাংলাদেশ অলআউট ২২৬ রানে।
এর আগে ব্যাট করতে নেমে ভারত ৭ উইকেট হারিয়ে তুলে ৩২২ রান। যদিও শুরুতেই ওদের চেপে ধরেছিল বাংলাদেশ। ভারত ‘এ’ দল ২৬ ওভারে ১২৫ রান তুলে হারায় ৫ উইকেট। এরপর শুরু মায়াঙ্ক আগরওয়াল দৃঢচেতা ব্যাটিং। তিনি করেন ৭০ বলে ৫৬। সানজু স্যামসন ৭৩, গুরকিরাত ৬৫ এবং কালারিয়া ৩৪ বলে করেন ৫৬ রান। তাতেই তিনশ ছাড়ায় ভারত। তবে সুরেশ রায়না ফিরে যান ১৬ রানে।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুটি করে উইকেট নেন শফিউল ইসলাম ও নাসির হোসেন। একটি করে উইকেট আরাফাত সানি ও তাসকিন আহমেদের।
Discussion about this post