ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপে বল হাতে শেষ দিকে এসে বেশ দাপট দেখালেন মুস্তাফিজুর রহমান। মোট ২০ উইকেট নেন তিনি। টুর্নামেন্টের দ্বিতীয় সেরা উইকেটশিকারী এখন দ্য ফিজ। টানা দুই ম্যাচে ৫ উইকেট তুলেন। প্রথম খেলতে নেমেই লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন তিনি।
৮ ম্যাচে পেয়েছেন ২০ উইকেট। শেষ দুই ম্যাচে পেয়েছেন ১০ উইকেট। তবুও নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন তিনি, ‘সবাই বলছে স্লগ ওভারে ভালো করছি। তবে ব্যক্তিগতভাবে খুশি না। আরেকটু ভালো করা যেত। বৈচিত্র্য আরও বেশি থাকলে ভালো হতো। এখন কাটার করছি। ইয়র্কার ফিফটি-ফিফটি হচ্ছে। ওটার অ্যাকুরেসি আরও ভালো হলে ডেথ ওভারে আরও ভালো করা যাবে।’
২০ উইকেট পেলেও মোস্তাফিজ ছিলেন খরুচে। বলেন, ‘উইকেট একটা বড় কারণ। আমাদের দেশের মতো উইকেট তো এখানে না। কখনো কখনো বল একটু মুভ করেছে। বেশির ভাগ উইকেটে বল ঘোরেনি। অন্যদের মতো আমি হয়তো অত জোরে বল করতে পারি না। ঘণ্টায় গড়ে ১৩৫ কিলোমিটার গতিতে বল করতে পারি। এখন দু-একটা বৈচিত্র্য আছে। ভবিষ্যতে বোলিংয়ে বৈচিত্র্য যদি বাড়াতে পারি, আমার জন্য ভালো হবে।’
এদিকে মিশন শেষে রোববার দেশে ফিরছে বাংলাদেশ দল। বিকাল ৫সাড়ে পাঁচটায় হযরত হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন মাশরাফি বিন মর্তুজার দল। শনিবার লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে) এমিরেটস এয়ার লাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশের পথে উড়াল দেন ক্রিকেটাররা।
Discussion about this post