শেষটা জয়ে রাঙাতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু জয় দুরে থাক, বিশাল এক হারে শেষ হল দুঃস্বপ্নের দক্ষিণ আফ্রিকা সফর। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে রোববার টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৪ রানের বড় সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। ৩৫ বলে টি-টুয়েন্টিতে রেকর্ড শতরান করেন ডেভিড মিলার।
জবাব দিতে নেমে টাইগাররা ১৮.৩ ওভারে অলআউট ১৪১ রানে। দক্ষিণ আফ্রিকা সফরে প্রথমে টেস্ট, এরপর ওয়ানডেতে হোয়াইট ওয়াশ। এবার টি-টুয়েন্টিতে ধবল ধোলাই। এই সফর ভুলে যেতে চাইবেন মুশফিক-সাকিবরা।
দেখে নিন সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টির স্কোরকার্ড।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ২২৪/৪ (আমলা ৮৫, মোসেলে ৫, দুমিনি ৪, ডি ভিলিয়ার্স ২০, মিলার ১০১*, বেহারদিন ৬*; সাকিব ২/২২, তাসকিন ০/৪১, মিরাজ ০/৪৬, সাইফ ২/৫৩, মাহমুদউল্লাহ ০/১০)
বাংলাদেশ: ১৮.৩ ওভারে ১৪১/১০ (ইমরুল ৬, সৌম্য ৪৪, সাকিব ২, মুশফিক ২, সাব্বির ৫, মাহমুদউল্লাহ ২৪, লিটন ৯, সাইফ ২৩, মিরাজ ১৩, তাসকিন ৪, রুবেল ১*; হেনড্রিকস ১/২৮, দুমিনি ২/২৩, ফ্রাইলিংক ১/৯, প্রিটোরিয়াস ১/২৭, ফাঙ্গিসো ২/৩১, ফেলুকওয়ায়ো ১/২১)
ফল: দক্ষিণ আফ্রিকা ৮৩ রানে জয়ী
ম্যাচসেরা: ডেভিড মিলার
সিরিজ: ২ ম্যাচ টি-টুয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা ২-০তে জয়ী
Discussion about this post