হাতে সময় বেশি নেই। এখনই প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। টি-টুয়েন্টি ক্রিকেটের ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্টের অষ্টম আসর শুরু হবে নতুন বছরের ২০ জানুয়ারি। তার আগে ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন পর্যন্ত ৮ ফ্র্যাঞ্চাইজি দল পেতে আগ্রহ প্রকাশ করেছে।
তবে পুরো পুরিস্থিতি পর্যবেক্ষণ করে ৬ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিপিএল গভর্নিং কাউন্সিল। এবার ৩টি পুরনো প্রতিষ্ঠানের সঙ্গে সমান সংখ্যক নতুন ব্যবসায়ী প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে। ফ্র্যাঞ্চাইজিসহ নতুন তিন প্রতিষ্ঠান হলো- রুপা ও মার্ন গ্রুপ (ঢাকা বিভাগ), প্রগতি গ্রুপ (সিলেট বিভাগ) ও মাইন্ড ট্রি (খুলনা বিভাগ)।
আগের বিপিএল থেকে ফরচুন গ্রুপ বরিশাল বিভাগ ও আকতার গ্রুপ চট্টগ্রাম বিভাগের ফ্র্যাঞ্চাইজি থাকছে এবারও। নতুন করে আসছে লোটাস গ্রুপের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। সবশেষ বিপিএলে দেখা যায়নি তাদের। আগের ফ্রাঞ্চাইজির মধ্যে এবার দেখা মিলবে না ঢাকা ডায়নমাইটস (বেক্সিমকো), খুলনা টাইটানস (জেমকন গ্রুপ)ও রংপুর রাইডার্সকে (বসুন্ধরা)।
আগে চার বিদেশি রাখার অনুমতি ছিল। কিন্তু এবার রাখা যাবে তিনজন। সব মিলিয়ে প্রস্তুতি প্রায় শেষ। ২০২২ সালের জানুয়ারিতেই শুরু হয়ে যাবে বিপিএল ধামাকা!
Discussion about this post