ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যাট হাতে রীতিতো ম্যাজিক দেখাচ্ছেন তিনি। মার্নাস লাবুশেন এবার পেয়ে গেছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করে২১৫ রানের দারুণ এক ইনিংস। তার অসাধারণ ব্যাটিংয়ে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া শনিবার প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে করে ৪৫৪ রানে।
এরপর ব্যাটিংয়ে নামা কিউইদের শুরুটা হয়েছে দারুণ। উইকেট না হারিয়ে দিন শেষ করেছে ৬৩ রানে।
তবে গতকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সব আলো পড়েছে ২৫ বছর বয়সী লাবুশেনের ওপর। রিকি পন্টিংয়ের দৃষ্টিতে অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ অধিনায়ক তিনি। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যানের প্রশংসা এমনিতেই কুড়াচ্ছেন না লাবুশেন। এই মৌসুমে দেশের মাটিতে খেলা ৫ টেস্টে অবিশ্বাস্য ১১৯.৫৭ গড়ে তার রান ৮৩৭।
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে সেঞ্চুরি পাওয়া লাবুশেন কিউইদের বিপক্ষে প্রথম টেস্টেও সেঞ্চুরি পেয়েছেন। এক ম্যাচ ‘বিরতি’ দিয়ে শুধু শতকে সন্তুষ্ট থাকলেন না, তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিও। ১৩০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা লাবুশেন ডাবল থেকে ১ রান দূরে থাকতে ২০ মিনিট ভুগেছেন স্নায়ুচাপে। অবশেষে ১৯তম বাউন্ডারি হাঁকিয়ে মাইলফলকে পৌঁছানোর পর ভেসেছেন গ্যালারির দর্শকদের দাঁড়িয়ে জানানো অভিবাদনের জোয়ারে।
বোলার টড অ্যাস্টলকে ফিরতি ক্যাচ দিয়ে যখন আউট হন, নামের পাশে তখন ২১৫ রান। ৩৬৩ বলের চমৎকার ইনিংসটি লাবুশেন সাজান ১৯ বাউন্ডারি ও ১ ছক্কায়।আবারও জ্বলে উঠেছিলেন নিল ওয়াগনার। কিউই বাঁহাতি পেসার ৬৬ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট।
Discussion about this post