স্বপ্ন অধরা হয়েই থাকল। লক্ষ্য ছিল প্রথমবারের মতো ভারতকে হারানো। কিন্তু সেই লক্ষ্য পূরণ দুরে থাক, উল্টো ভরাডুবিই হল। মহিলা এশিয়া কাপ টি-টুয়েন্টিতে ভারতের কাছে ৬৪ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
শনিবার ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে টস হেরে ব্যাট করতে নামে শক্তিশালী ভারত। তারা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ১১৮ রান। ১২ রানে দুই উইকেট নেন খাদিজাতুল কুবরা।
জবাব দিতে নেমে ১৮.২ ওভারে ৫৪ রানে অলআউট টাইগ্রেসরা। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন শায়লা শারমিন। সালমা খাতুন ১৭।
ভারতের বিপক্ষে এর আগে তিন ওয়ানডে ও ৮ টি-টুয়েন্টি ম্যাচে হেরেছিল বাংলাদেশের নারীরা। ফের সেই হারের স্বাদ!
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ২০ ওভারে ১১৮/৬ (মিতালি ৪৯*, মানধানা ৪১, কৃষ্ণমূর্তি ৫, কাউর ১৯, মেঘনা ১, গোস্বামি ১, পাতিল ১; কুবরা ২/১২, সালমা ০/১৬, রুমানা ০/১৯, জাহানারা ০/১৭, রিতু ১/২০)
বাংলাদেশ: ১৮.২ ওভারে ৫৪ (সানজিদা ১, নিগার ০, শারমিন ১৮, রুমানা ১, সালমা ১৭, আয়েশা ৬, রিতু ১, জাহানারা ১, নাহিদা ১, পান্না ১, কুবরা ১*; গোস্বামি ২/১০, বিস্ত ১/২, পাতিল ২/৭, যোশি ১/৮, পুনম ৩/১৩)
ফল: ভারত ৬৪ রানে জয়ী।
Discussion about this post