আল আমিন এবং নাবিল সামাদের বোলিং তোপে পড়ে মাত্র ৩৫ রানেই অলআউট হয়ে গেছে ক্রিকেট কোচিং স্কুল। ১১ জনে মিলে করেছেন মোটে ৩১। আর অতিরিক্ত ৪। সংখ্যাটা এমন-০, ২, ৬, ৩, ৬, ৩, ৬, ৪, ১, ০, ০* ও অতিরিক্ত ৪! ম্যাচে আল আমিন ১৬ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। ৪ রানে ৪ উইকেট নাবিলের। তাতেই বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে আবাহনী লিমিটেড জিতেছে ২১২ রানের বিশাল ব্যবধানে। প্রথমে ব্যাট করতে নেমে আবাহনী ৪৯.৪ ওভারে ২৪৭ রান তুলে অলআউট হয়ে যায়। দলীয় সর্বোচ্চ ৫২ রান এসেছে ইন্দিকা ডি শারামের ব্যাট থেকে। ৩৮ রান দিয়ে ৫ উইকেট নেন ক্রিকেট কোচিংয়ের বিশান্ত হালদার।
জবাবে ব্যাট করতে উইকেটে আসা আর যাওয়ার দায়টুকু যেন সেরেছেন ক্রিকেট কোচিংয়ের ব্যাটসম্যানরা। দলের কোন ব্যাটসম্যানই দুই অংকের ঘরে যেতে পারেন নি। ভরাডুবি দিয়ে এবারের লিগ শুরু হল তাদের। অন্যদিকে দারুন জয়ে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হল শিরোপা প্রত্যাশী আবাহনীর।
সংক্ষিপ্ত স্কোর–
আবাহনী : ২৪৭/১০, ৪৯.৪ ওভার (নাজিমউদ্দিন ৪১, শাহরিয়ার নাফীস ৭, পারানাভিতানা ৩২, ডি সারাম ৫২, মোসাদ্দেক ৩৯, তাপস ৩০, ইফতেখার ১২; বিশ্বনাথ হালদার ৫/৩৮, থিলান থুসারা ৩/৪২)। ক্রিকেট কোচিং স্কুল : ৩৫/১০, ২০.২ ওভার (রুপাসিংহে ৬, সালমান ৬, নাজমুল মিলন ৬, থুসারা ৪; আল-আমিন ৬/১৬, নাবিল সামাদ ৪/৪)।
ফল : আবাহনী ২১২ রানে জয়ী।
Discussion about this post