ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
১৪ বছর পর পাকিস্তানে গিয়ে শুরুর অভিজ্ঞতাটা নিশ্চিত করেই ভুলতে চাইবে নিউজিল্যান্ড। সাড়ে তিন দিনেই যে টেস্ট হেরে বসেছে সফরকারীরা। দুর্দান্ত বোলিংয়ে নুমান আলি ও ইয়াসির শাহ ম্যাচটা অনায়াস করে দিলেন পাকিস্তানের। এরপর শুক্রবার ব্যাটসম্যানদের হাত ধরে অনায়াসেই করাচি টেস্ট জিতল পাকিস্তান।
শুক্রবার করাচি জাতীয় স্টেডিয়ামে প্রথম টেস্ট ৭ উইকেটে জিতেছে পাকিস্তান। এই জয়ে দুই ম্যাচের সিরিজে বাবর আজমের দল এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
৭০ রানে শেষ ৯ উইকেট হারালেও এদিন লড়ল দক্ষিণ আফ্রিকার শেষ দুই ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংস অলআউট হয় ২৪৫ রানে। ৮৮ রানের সেই টার্গেট সহজেই পাড়ি দেয় স্বাগতিকরা। জয়ের পথটা সুগম করে দেন ৩৪ বছর বয়সী স্পিনার নুমান। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে অভিষেকটা মনে রাখার মতো করলেন। টেস্ট অধিনায়ক হিসেবে বাবর শুরু করলেন জয়ে।
বাঁহাতি এই স্পিনার নুমান ৫ উইকেট তুলেন নেন ৩৫ রানে। পাকিস্তানের ১২তম বোলার হিসেবে টেস্ট অভিষেকে ইনিংসে পাঁচ উইকেট পেলেন। ৩৪ বছর ১১১ দিন বয়সে এসে চমক।
৩৪ বছর ১১৪ দিন বয়সে অভিষেকে ৫ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে ৭১ বছরের মধ্যে সবচেয়ে বেশি বয়সী হিসেবে নুমান গড়েন অভিষেক টেস্টে ইনিংসে পাঁচ উইকেট শিকারের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের ফেন ক্রেসওয়েলের। এই পেসার ১৯৪৯ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নেন ৩৪ বছর ১৪৬ দিন বয়সে। স্পিনারদের হিসাবে গত ৮৭ বছরে নোমানই প্রথম স্পিনার, যিনি এত বেশি বয়সে অভিষেক টেস্টে পেলেন ৫ উইকেট।
৭৯ রানে ৪ উইকেট তুলে নেন লেগ স্পিনার ইয়াসির। তবে প্রথম ইনিংসে চাপের মুখে সেঞ্চুরি তুলে ফাওয়াদ আলম ম্যাচসেরা।
এটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ টেস্টে এটি পাকিস্তানের পঞ্চম জয়। ২০১৩ সালের পর এবারই প্রথম তারা হারাল প্রোটিয়াদের।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২২০/১০
পাকিস্তান ১ম ইনিংস: ৩৭৮/১০
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ১০৩.৩ ওভারে ২৪৫/১০ (আগের দিন ১৮৭/৪) (মহারাজ ২, ডি কক ২, বাভুমা ৪০, লিন্ডে ১১, রাবাদা ১, নরকিয়া ০, এনগিডি ৩*; আফ্রিদি ১৭-১-৬১-০, হাসান ১৬-১-৬১-১, নুমান ২৫.৩-৮-৩৫-৫, ইয়াসির ৩৩-৭-৭৯-৪, ফাহিম ৯-৬-৮-০)
পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৮৮) ২২.৫ ওভারে ৯০/৩ (বাট ১২, আবিদ ১০, আজহার ৩১*, বাবর ৩০, ফাওয়াদ ৪*; রাবাদা ৮-২-২১-০, নরকিয়া ৭-১-২৪-২, মহারাজ ১.৫-০-১২-১, এনগিডি ৩-০-১৭-০, লিন্ডে ৩-০-১৩-০)
ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী
সিরিজ: দুই ম্যাচের সিরিজে পাকিস্তান ১-০ তে এগিয়ে
ম্যাচসেরা: ফাওয়াদ আলম।
Discussion about this post