ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বছরে টেস্ট খেলার সুযোগ খুব কমই পায় বাংলাদেশ। এ সুযোগেই যতটা পারেন নিজেকে মেলে ধরেন তাইজুল ইসলাম। কিন্তু এত কম টেস্ট খেলে সমসাময়িক অন্যান্য দেশের টেস্ট বোলারদের মত এত আলোড়ন তুলতে পারেন না। তাই এ স্পিনারের খুব বেশি চাওয়ার নেই। ক্যারিয়ার শেষে ৩০০ উইকেট তিনি নামের পাশে দেখতে চান।
এখন পর্যন্ত ৩০ টেস্ট খেলে ১১৫ উইকেট শিকার করেছেন তাইজুল। তাই তার ৩০০ উইকেটের লক্ষ্যমাত্রা ছুঁতে অনেক দূরই পাড়ি দিতে হবে। এ ব্যাপারে শুক্রবার এ স্পিনার বলেন, ‘একজন খেলোয়াড়ের ভালো করার কোনো শেষ নেই। প্রতিদিনই মন চায় দশটা করে উইকেট নেই, একশ রান করি। সবকিছু তো কপালে থাকে না। টেস্ট ক্রিকেটে যেন ৩০০ উইকেট পেতে পারি, এই লক্ষ্য।’
তিন ফরমেটের জন্য অপরিহার্য করে গড়ে তুলতে বিশেষজ্ঞ স্পিন বোলিং পরামর্শক ভেট্টরি অ্যাকশন বদলে ফেলেছিলেন তাইজুলের। অ্যাকশন বদলে লাভ হয়নি। যে কারণেই ফিরে গেছেন নিজের পরিচিত অ্যাকশনে। তার কারণটা জানিয়েছেন তাইজুল, ‘চেঞ্জ করতে চাইছিলাম কিছু কারণ ছিল, আবার ব্যাক করেছি,তার কিছু কারণও আছে। ডেভেলপ করার জন্য চেষ্টা ও করেছি। ন্যাচারাল জিনিষ একটা ব্যাপার,আর ভাল’র জন্য, যখন দেখলাম এটা ফেভারে আসছে না তখন অ্যাকশন চেঞ্জ করলাম।’
Discussion about this post