জাতীয় দলে তার জায়গাটা এখনো বেশ নড়বড়ে। বেশ কয়েকবছর ধরেই একাদশে জায়গা পেতে লড়তে হচ্ছে তাকে। কিন্তু নাসির হোসেন ব্যাট হাতে ঠিকই জবাব দিয়ে যাচ্ছেন। খেলে যাচ্ছেন দাপুটে ইনিংস। শনিবার সকালে ট্রিপল সেঞ্চুরি পেতেই ব্যাট হাতে নেমেছিলেন তিনি। কিন্তু একটুর জন্য হল না। ৫ রানের জন্য তিন অঙ্কের ম্যাজিকেল ফিগারের দেখা হল না রংপুরের এ মিডল অর্ডার ব্যাটসম্যানের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার সকালে অনন্য অর্জন হাতছানি দিচ্ছিল তাকে। জাতীয় ক্রিকেট লিড়ে বরিশালের বিপক্ষে ত্রিশতকের দ্বারপ্রান্তে ছিলেন নাসির। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৩০০ রান করার সুযোগ ছিল তাঁর। কিন্তু লিংকন দে সঞ্জয়ের বলে ফজলে রাব্বীর হাতে ক্যাচ দিয়ে ২৯৫ রানে আউট তিনি।
এর আগে গত বছরের ডিসেম্বরে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি পান নাসির। তখন করেন ২০১ রান। বরিশালের বিপক্ষে আরেকটু এগিয়ে আউট ২৯৫ রানে। ইতিহাস জানাচ্ছে প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই নাসিরের সর্বোচ্চ ইনিংস। ৮০ ম্যাচে ৪ হাজার ৪০৯ রান করেছেন তিনি। ৫ শতরানের সঙ্গে ২৭টি অর্ধশতক রয়েছে নাসিরের। ব্যাটিং গড় ৩৫.৮৪।
বাংলাদেশের হয়ে একমাত্র ট্রিপল সেঞ্চুরির মালিক রকিবুল হাসান। ২০০৬-০৭ মৌসুমে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ রান করেন এই ব্যাটসম্যান। বরিশালের হয়ে সিলেটের বিপক্ষে করেন অপরাজিত ৩১৩ রান।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের প্রথম শ্রেণিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস | |||
রান | ব্যাটসম্যান | ম্যাচ | মৌসুম |
৩১৩* | রকিবুল হাসান | বরিশাল-সিলেট | ২০০৬-০৭ |
২৯৫ | নাসির হোসেন | রংপুর-বরিশাল | ২০১৭-১৮ |
২৮৯ | মার্শাল আইয়ুব | মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল | ২০১২-১৩ |
২৮২ | মোসাদ্দেক হোসেন | বরিশাল-চট্টগ্রাম | ২০১৪-১৫ |
২৬৭ | শামসুর রহমান | মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল | ২০১৩-১৪ |
Discussion about this post