ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রতিপক্ষ আফগানিস্তান যেখানে ৪ স্পিনার নিয়ে প্রস্তুত, সেখানে বাংলাদেশ দলেও কমতি নেই। দলে বাঁহাতি স্পিনার আছেন দু’জন। অবশ্য তারা দু’জনই যেন এক বিন্দুতে মিলে গেছেন। সাকিব আল হাসান চোট নিয়েই খেলবেন এশিয়া কাপে। আর নাজমুল ইসলাম অপু সদ্য ফিরেছেন চোট থেকে।
যুক্তরাস্ট্রের ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচে আঘাত পেয়েছিলেন তিনি। ননস্ট্রাইকে থাকা ব্যাটসম্যানের জুতোর স্পাইকে মারাত্মক চোট লাগে নাজমুলের হাত।দিতে হয় ২৫টি সেলাই। সেই যন্ত্রণা সামলে ফের মাঠে তিনি।
রোববার স্কিল ক্যাম্পে নিজেকে ঝালিয়ে নেন নাজমুল। শের-ই-বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটের নেটে স্পিন কোচ সুনীল যোশির পর্যবেক্ষণে ছিলেন তিনি। ছুটি শেষে এদিনই ক্যাম্পে যোগ দিলেন যোশি। দেখে মনে হল ধাক্কা সামলে উঠেছেন নাজমুল অপু।
এদিকে হজ পালন শেষে দেশে ফিরলেও এখনো ক্যাম্পে যোগ দেননি সাকিব। কনিষ্ঠ আঙুলে ব্যথা নিয়েই এশিয়া কাপ খেলবেন তিনি। ব্যথানাশক ইনজেকশন নিয়ে মাঠে নামার পরিকল্পনা নিয়েছেন। জানা গেছে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শেষে অস্ত্রোপচার করাবেন সাকিব।
১৫ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ। এর আগে ৯ সেপ্টেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
Discussion about this post