ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা ভীতি কাটিয়ে প্রায় সব দেশই শুরু করেছে ঘরোয়া ক্রিকেট। ভারত তাদের ফ্র্যাঞ্চ্যাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু করলেও সেটা ভিন দেশে। তবে নতুন বছরের পহেলা জানুয়ারি দেশেই ঘরোয়া ক্রিকেট শুরু পরিকল্পনা করছে দেশটির ক্রিকেট বোর্ড।
করোনাভাইরাসের প্রকোপ একটু বেশি হওয়ায় দেশের মাটিতে এখনো ক্রিকেট ফিরতে পারেনি ভারত। ক্রিকেটাররা প্রায় সবাই ব্যক্তিগত অনুশীলনই চালিয়ে যাচ্ছেন। তবে সব কাটিয়ে দলগত অনুশীলন করেছে উত্তরখন্ডের দলটি। অন্যান্য দলগুলোকেও এখন থেকেই মাঠে প্রস্তুতি শুরু করতে হবে। কারণ বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী যে জানিয়ে দিয়েছেন, নতুন বছরের প্রথম দিনে তারা ঘরোয়া ক্রিকেট শুরু করতে চান।
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাবান আসর রঞ্জি ট্রফি দিয়েই প্রত্যাবর্তন করতে চায় ভারত। ২০২১ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে রঞ্জি ট্রফি আয়োজনের সময়সীমা জানিয়ে দিয়েছেন, ‘ঘরোয়া ক্রিকেটের ব্যাপারে আমরা বিস্তর আলোচনা করেছি এবং এই সিদ্ধান্তে এসেছি যে আগামী বছরের ১ জানুয়ারি পরীক্ষামূলকভাবে মৌসুম পুনরায় শুরু করা হবে৷ আমরা রঞ্জি ট্রফি আয়োজন করব আশা করছি৷ তবে সবগুলো টুর্নামেন্টই এই মুহূর্তে একসাথে চালানো সম্ভব হবে না।’
সৌরভ আরও বলেন, ‘বয়সভিত্তিক ও নারী ক্রিকেট নিয়েও আমাদের পরিকল্পনা আছে। আগে রঞ্জি ট্রফিটা আয়োজন করি; জানুয়ারি থেকে মার্চের ভেতরে। তারপর এপ্রিল থেকে আমরা অন্যান্য টুর্নামেন্ট আয়োজন করব।’
Discussion about this post