দলের বিপর্যয়ে দারুণ লড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহীম। বাংলাদেশ জয়ের বন্দরে প্রায় পৌঁছেই গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ১ রানের আক্ষেপে সব শেষ! সাকিব আল হাসান নয়, রশিদ খানের মুখেই হাসি। শেষ বলের নাটকীয় লড়াইয়ে ১ রানে হেরে গেল বাংলাদেশ। এরই পথ ধরে টি-টুয়েন্টি সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হল সাকিবের দল।
বৃহস্পতিবার দেরাদুনে অনুষ্ঠিত ম্যাচে জিততে শেষ বলে দরকার ছিল ৪ রান। সেই বলে কোনোমতে আরিফুল হকের বাউন্ডারি আটকে দেন শফিকুল্লাহ। তিন রান নেওয়ার চেষ্টা করেন আরিফুল ও মাহমুদউল্লাহ। কিন্তু মাহমুদউল্লাহ রান আউট হয়ে যাওয়ায় ‘টাই’ হল না। ৩৮ বলে ৪৫ রান করে করেন মাহমুদউল্লাহ রিয়াদ।
আর সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে আফগানিস্তানের ১৪৫ রান তাড়ায় বাংলাদেশ ২০ ওভারে তুলে ১৪৪ রানে।
এই ম্যাচে বিশ্বের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৫০০ উইকেট নেয়ার ‘এলিট ক্লাবে’ পা রাখেন সাকিব। সিরিজের শেষ টুয়েন্টিতে ১৯তম ওভারের প্রথম বলে নাজিবুল্লাহ জাদরানকে ফিরিয়ে এই অনন্য অর্জনে নাম লেখান সাকিব।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৪৫/৬ (শাহজাদ ২৬, গনি ১৯, স্টানিকজাই ২৭, শেনওয়ারি ৩৩*, নবি ৩, নাজিবুল্লাহ ৪, রশিদ ১*; মিরাজ ০/২৭, নাজমুল ২/১৮, সাকিব ১/১৬, আবু হায়দার ০/৩১, সৌম্য ০/৮, আবু জায়েদ ২/২৭, আরিফুল ১/১৩)
বাংলাদেশ: ২০ ওভারে ১৪৪/৬ (লিটন ১২, তামিম ৫, সৌম্য ১৫, মুশফিক ৪৬, সাকিব ১০, মাহমুদউল্লাহ ৪৫, আরিফুল ৫*; মুজিব ১/২৫, আফতাব ০/২৮, নবি ০/২০, জানাত ১/৪৪, রশিদ ১/২৪)
ফল: আফগানিস্তান ১ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ ৩-০ তে আফগানিস্তান জয়ী
Discussion about this post