ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা পরবর্তী ক্রিকেটে ফেরার সিরিজ বলে কথা। দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট-ওয়ানডের লড়াই। সেই সিরিজের টিভি স্বত্ব কিনেছে ব্যান-টেক নামের একটি বিজ্ঞাপনী সংস্থা। রীতিমতো অবিশ্বাস্য মূল্যে স্বত্ব কিনেছে প্রতিষ্ঠানটি।
১৭ কোটি ৯৭ লাখ টাকা বিসিবির কাছ থেকে স্বত্ব কিনেছে ব্যান-টেক। তিন ওয়ানডে ও দুই টেস্টের জন্য রীতিমতো প্রায় ১৮ কোটির মতো মোটা অঙ্কের অর্থ খরচ করছে তারা।
এর আগে ২০১৪ সালে ছয় বছরের জন্য হোম সিরিজের টিভি স্বত্ব গাজী টেলিভিশনের কাছে বিক্রি করেছিল বিসিবি। ২ কোটি ২৫ হাজার ডলারে সম্প্রচার স্বত্ব কেনে তারা। তারপর সিরিজ বাই সিরিজ এগিয়ে সম্প্রচার স্বত্ব বিক্রির পথে হেঁটেছে বোর্ড। তবে এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য দরপত্র আহ্বান করে বিসিবি।
যেখানে সবাইকে ছাড়িয়ে সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে ব্যান-টেক। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরী সুজন গণমাধ্যমে জানান, ‘ব্যান-টেক সর্বোচ্চ মূল্য দিয়ে আসন্ন সিরিজের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে। তারা নিজেদের চ্যানেল কিংবা অন্য কোনো প্রতিষ্ঠিত চ্যানেলে এই স্বত্ব বিক্রি করতে পারবে।’
এবারের নিলামে অংশ নিয়ে সম্প্রচার স্বত্ব পেতে টি স্পোর্টস দাম হাঁকায় ১৩ কোটি টাকা। গাজী গ্রুপ ১৭ কোটি টাকায় থামে। তবে তাদের ছাপিয়ে ১৭ কোটি ৯০ লাখ টাকা দাম হাঁকায় বিজ্ঞাপনী সংস্থা ব্যান-টেক।
বিজ্ঞাপনী সংস্থা ব্যান-টেক এ স্বত্ব কিনলেও তারা দেশের প্রথম ক্রীড়া চ্যানেল টি স্পোর্টসের কাছে বিক্রি করতে পারে।
Discussion about this post