অস্ট্রেলিয়ান ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে কীনা সেই গ্যারান্টি এখনো মিলেনি। কিন্তু বসে নেই মুশফিকুর রহীমরা। ঘোষিত ২৯ সদস্যের প্রাথমিক দলের প্রায় সব ক্রিকেটাররা কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে শুরু করে দিয়েছেন অনুশীলন। প্রাথমিকভাবে তিন সপ্তাহের কন্ডিশনিং ট্রেনিং ক্যাম্প শেষে এখন ব্যাট-বলের অনুশীলন চলছে। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোরে বোলিং মেশিন ও খোলা আকাশের নিচে নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন করেছেন ক্রিকেটাররা। বৃহস্পতিবারও হোম অব ক্রিকেটে ব্যস্ত থাকবেন ক্রিকেটাররা।
জানা গেছে মিরপুরের শেরে বাংলার পর চট্টগামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও হবে অনুশীলন। কারণ অঝিদের বিপক্ষে সিরিজের দ্বিতিয় টেস্ট যে সেখানেই। জানা গেছে ৩ আগস্ট মিরপুরের অনুশীলন শেষে পরের সপ্তাহের প্র্যাকটিস সেশনটা হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ আগস্ট বিকেলে বন্দর নগরীতে গিয়ে পৌঁছাবে ক্রিকেট দল। ৫, ৬ ও ৭ আগস্ট টানা তিন দিন অনুশীলন।
এরপরই র ৯ থেকে ১১ আগস্ট তিনদিনের প্রস্তুতি ম্যাচ। ১২ আগস্ট জাতীয় দল ফিরে আসবে ঢাকায়। তারপর ১৩ আগস্ট বিশ্রাম। ১৪, ১৫ ও ১৬ আগস্ট টানা অনুশীলন। এরপরই একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ। যা হবে ১৭ থেকে ১৮ আগস্ট। এই ম্যাচ শেষেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করবেন নির্বাচকরা।
আগামী ১৮ আগস্ট ঢাকায় আসার কথা অজি ক্রিকেট দলের। ২২ থেকে ২৩ আগস্ট ফতুল্লায় একটি দুইদিনের ম্যাচ খেলবে সফরকারীরা। প্রথম টেস্ট মিরপুরে ২৭ থেকে ৩১ আগস্ট। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ৪ থেকে ৮ সেপ্টেম্বর।
Discussion about this post