শনিবার চতুর্থ দিনে মাত্র ৪ উইকেট হারিয়েও দুবাইয়ে চাপে পাকিস্তান। ৭ উইকেটে ৩৩০ রান নিয়ে দিন শেষ করেছে তারা। ১০৩ রানের সামান্য লিড। রয়েছেন তিন টেলএন্ডার। উইকেটকিপার সরফরাজ আজমেদ ধৈর্য এবং সাহস দেখিয়ে ৭০ রানে আছেন অপরাজিত। তিনিই ভরসা!
শনিবার অঝোরে বৃষ্টি নামল দুবাইয়ে। এ কারনে ১৫ ওভার বাকি থাকতেই দিনের খেলা শেষ!
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস : ১৬৫/১০ ও ২য় ইনিংস : ৩৩০/৭ (ইউনুস ৭৭, মিসবাহ ৯৭, আসাদ ২৩, সরফরাজ ৭০ ব্যাটিং, বিলাওয়াল ৩২; প্রদীপ ২/৫০, এরাঙ্গা ২/৭০, হেরাথ ২/১২৪)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৩৮৮।
(চতুর্থ দিন শেষে)।
লড়ছে পাকিস্তান (তৃতীয় দিন শেষে)
দুবাই টেস্টের তৃতীয় দিনটা শেষ করল পাকিস্তান কিছুটা স্বস্তি নিয়েব্যাট কথা বলল দুই অভিজ্ঞ-মিসবাহ-উল-হক ও এবং ইউনুস খানের। আলোর স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আধঘণ্টা আগে শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষের সময় পাকিস্তানের স্কোরবোর্ডে রান ৩ উইকেটে ১৩২। ইনিংস হার এড়াতে এখনও চাই আরও ৯১ রান। চতুর্থ উইকেট জুটিতে ইউনুস-মিসবাহ হার না মানা ১১৩ রান যোগ করেন।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস : ১৬৫/১০ ও ২য় ইনিংস : ১৩২/৩ (খুররম ৬, শেহজাদ ৯, ইউনুস ৬২*, মিসবাহ ৫৩*; প্রদীপ ২/২৮)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৩৮৮ (করুনারতেœ ৩২, কুসল ৯৫, সাঙ্গাকারা ২৬, মাহেলা ১২৯, ম্যাথুস ৪২; জুনায়েদ ৩/১০২)। (তৃতীয় দিন শেষে)।
অবশেষে মাহেলার সেঞ্চুরি (দ্বিতীয় দিন শেষে)
সর্বশেষ ২০ টেস্টের মধ্যে মাত্র চার সেঞ্চুরি। দুবাই টেস্টের আগে বলা হচ্ছিল ক্যারিয়ার প্রায় শেষ! ঠিক এমন সময় ঝলসে উঠল মাহেলা জয়াবর্ধনের ব্যাট। পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার করলেন অপরাজিত ১০৬। তাইতো পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে রানের পাহাড়ে চড়তে যাচ্ছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন শেষে তাদের রান ৪ উইকেটে ৩১৮। পাকিস্তানের চেয়ে এগিয়ে ১৫৩ রানে। হাতে আরও ৬ উইকেট। প্রথম ইনিংসে মাত্র ১৬৫ রানেই অল আউট হয় পাকিস্তান।
দিন শেষে ১০৬ রানে অপরাজিত আছেন মাহেলা জয়াবর্ধনে। টেস্টে এটা তার ৩২ নম্বর সেঞ্চুরি। টেস্টে আগেই অবশ্য ১০ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন তিনি। ৪২ রানে অপরাজিত আছেন অধিনায়ক ম্যাথুস।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস : ১৬৫/১০।
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৩১৮/৪ (করুনারতেœ ৩২, কুসল ৯৫, সাঙ্গাকারা ২৬, চান্দিমাল ১২, মাহেলা ১০৬ ব্যাটিং, ম্যাথুস ৪২ ব্যাটিং; জুনায়েদ ২/৭৫)। (দ্বিতীয় দিন শেষে)
১৬৫ রানে অলআউট পাকিস্তান (১ম দিনের রিপোর্ট)
টস জিতে অ্যাঞ্জেলো ম্যাথুস বোলিংয়ের সিদান্ত নেওয়ায় চমকে উঠেছিলেন অনেকেই। কিন্তু দুবাই ভুল হয়নি শ্রীলঙ্কান অধিনায়কের। বোলাররা আস্থার প্রতিদান দিলেন। তাইতো দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট মাত্র ১৬৫ রানে। জবাবে প্রথম ইনিংসে ১ উইকেটে ৫৭ রান তুলেছে শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস : ১৬৫/১০ (খুররম ৭৩, বিলাওয়াল ২৪*, হাফিজ ২১, ইউনুস ১৩; হেরাথ ৩/২৬, প্রদীপ ৩/৬২, লাকমল ২/৪৫, এরাঙ্গা ২/২৫)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৫৭/১ (করুনারত্নে ৩২, সিলভা ১২ ব্যাটিং, সাঙ্গাকারা ১২ ব্যাটিং; জুনায়েদ ১/২৬)।
Discussion about this post