ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) মুখোমুখি! কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ১৬০ কোটি রুপি দাবী করেছে আইসিসি। আর এই অর্থ বিসিসিআইয়ের কাছ থেকে না পেলে ২০২৩ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব হারাবে ভারত। মাসের ৩১ তারিখের মধ্যেই পরিশোধ করতে হবে এই অর্থ।
২০১৬ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল ভারত। সেই টুর্নামেন্টে ট্যাক্স ডিডাকশনের ক্ষতিপূরণ হিসেবে বিসিসিআইয়ের কাছে ১৬০ কোটি রুপি চেয়েছে আইসিসি। সেই টুর্নামেন্ট আয়োজনের জন্য রাজ্য সরকারকে কর দিতে হয়েছিল বিসিসিআইকে। কিছুদিন পর সেই করের কিছু অংশ ফেরত পেয়েছিল বিসিসিআই। এজন্য আয়োজনের খরচ কমলেও আইসিসি সেই ভাগ পায়নি। এরপর ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিসিআইয়ের প্রতি সমন জারি করে। একইসঙ্গে গত অক্টোবরে সিঙ্গাপুরে আইসিসির সভায় বিসিসিআই কর্তাদের এনিয়ে সতর্ক করা হয়।
আইসিসি প্রধান শশাঙ্ক মনোহর এই অর্থের দাবীতে অনঢ়। ২০১৬ সালের সেই টুর্নামেন্টে ভারতের কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকারের কাছ থেকে কোনো সুবিধা পায়নি আইসিসি। ৩১ ডিসেম্বরের মধ্যে অর্থ পরিশোধ না করা হলে আইসিসি চলতি অর্থ বছরে ভারতের রাজস্ব থেকে সেই অর্থ কেটে নিবে। পাশাপাশি ২০২১ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের স্বত্ব হারাতে পারে ভারত।
অবশ্য আইসিসির হুমকিতে নড়ছে না বিসিসিআই কর্তারা। স্পষ্ট জানিয়েছে দিয়েছে কোন অর্থই আইসিসিকে দেবে না ক্রিকেটের তারা।
Discussion about this post